Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
By rajib
#3593
দেশ – বিস্ফোরণ স্থান – অবস্থান
যুক্তরাষ্ট্র – আনমাগ্রার্দো/বিকিনি – মেক্সিকো মরুভূমি/প্রশান্ত মহাসাগর
ফ্রান্স – মারুরুয়া দ্বীপ – প্রশান্ত মহাসাগর
চীন – লুপনর – সিংকিয়াং
ভারত – পোখরান – রাজস্থান
পাকিস্তান – চাগাই – বেলুচিস্তান

দেশ – ক্ষেপনাত্রের নাম – দেশ – ক্ষেপণাস্ত্রের নাম
ভারত – অগ্নি-১, অগ্নি-২ – ইরান – হাতফ
পাকিস্তান – ঘুরি, আবদালি – ইসরাইল – জেরিকো
যুক্তরাষ্ট্র – প্যাট্রিয়ট, টমাহক – ইরাক – স্কাট
পাকিস্তানের পারমানবিক বোমার জনক আবদুল কাদির।
ভারতের পারমানবিক বোমার জনক এপিজে আবদুল কালাম।
বিশ্বের একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকা ১৯৯১ সালে পারমানবিক অস্ত্রের অধিকারী হয়েও পরমাণু অস্ত্র সম্ভার ধ্বংস করে।
সবচেয়ে বেশি পারমানবিক অস্ত্রের মজুদ আছে রাশিয়ায়।
সামরিক শক্তিতে শীর্ষদেশ যুক্তরাষ্ট্র, এশিয়ার চীন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত।
সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

কয়েকটি আন্তর্জাতিক রুট
ইউরো ট্যানেল: ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার সুরঙ্গ রেলপথ।
সিল্ক রুট: চীন ও পাকিস্তানের মধ্যে কারাকোরাম পর্বতের মধ্য দিয়ে নির্মিত সড়ক পথ।
নিউ সিল্ক রুট: তুর্কমেনিস্তান ও ইরানের মধ্যকার রেলপথ।
গুরুত্বপূর্ণ রুট:
আকসাই: ভারত ও চীনের মাঝে একটি রুট।
কোদারি: নেপাল ও চীনের একটি রুট।

বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থা
১.বাংলাদেশ: বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
২.ভারত: এয়ার ইন্ডিয়া।
৩.পাকিস্তান: পিআইএ।
৪.ইন্দোনেশিয়া: গারুদা।
৫.ডেনমার্ক: স্ক্যানডিনেভিয়ান এয়ারলাইনস।
৬.বেলজিয়াম: সাবিনা ওয়ার্ল্ড এয়ারলাইনস।
৭.গ্রিস: অলিম্পিক এয়ার ওয়েজ।
৮.জার্মানি: লুফথানসা।
৯.স্পেন: ইবেরিয়া।
১০.পানামা: কোপা।
১১.ব্রাজিল: বারিজ
১২.রাশিয়া: এরোফ্লেট।
১৩.পর্তুগাল: টেপ এয়ার পর্তুগাল।
১৪.যুক্তরাজ্য: ব্রিটিশ এয়ারওয়েজ, ইজি জেট।
১৫.যুক্তরাষ্ট্র: ট্রান্স এয়ারলাইনস।
১৬.চীন: ক্যাথে প্যাসিফিক।
১৭.অস্ট্রেলিয়া: কোয়ান্টাস এয়াারওয়েজ।
১৮.আয়ারল্যান্ড: রাইয়ান এয়ার।
১৯.কলম্বিয়া: এভিয়ানকা।
২০.জাপান: অল নিপ্পন এয়ারওয়েজ।
২১.নেদারল্যান্ডস: কে এল এম।
ACAS (Aircraft Communication Addressing Reporting) শব্দটি বিমান সংস্থার সাথে সম্পর্কিত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6095 Views
    by Romana
    0 Replies 
    4455 Views
    by rana
    0 Replies 
    4146 Views
    by kajol
    0 Replies 
    7140 Views
    by kajol
    0 Replies 
    15039 Views
    by rajib

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]