Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3592
BIMSTEC
BIMSTEC প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। প্রতিষ্ঠাকালীন সময় এর নাম ছিল BISTEC এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল চারটি দেশ। পরবর্তীতে ১৯৯৭ সালে মিয়ানমার যোগ দিলে নাম হয় BIMSTEC। সর্বশেষ ২০০৪ সালে নেপাল ও ভুটান যোগদান করলে সংক্ষিপ্ত রূপ BIMSTEC ঠিক থাকলেও পরিবর্তন আসে পূর্ণ রূপে। পূর্ণরূপ হয়ে যায় Bay of Bengal Initiative for Multi sectoral Technical and Economic Co-operation.
সদস্য: BIMSTEC এর বর্তমান সদস্যসংখ্যা ৭।
সদরদপ্তর: BIMSTEC এর স্থায়ী সদরদপ্তর ঢাকায়।
শীর্ষ সম্মেলন: BIMSTEC এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালে মিয়ানমারের নাইপিদোতে । চতুর্থ হয়েছে ২০১৮ সালে কাঠমান্ডুতে। পঞ্চম শীর্ষ সম্মেলন হবে ২০২২ সালে শ্রীলঙ্কায়।

সিরডাপ (CIRDAP)
পূর্ণ রূপ: Centre on Intergrated Rural Development for Asia and the Pacific.
প্রতিষ্ঠাকাল: ১৯৭৯ সাল।
সদস্যসংখ্যা: ১৫ টি।
সদরদপ্তর: CIRDAP এর সদরদপ্তর ঢাকার চামেলি হাউজ।
FAO সংস্থাটি CIRDAP এর সদস্য।

BBIN
BBIN-এর পূর্ণ রূপ হচ্ছে Bangladesh, Bhutan, India and Nepal. এই চারটি দেশের মধ্যে সড়ক যোগাযোগ চুক্তি BBIN স্বাক্ষরিত হয় ২০১৫ সালে ভুটানের রাজধানী থিম্পুতে। ভুটান ২০১৭ সালে এই চুক্তি ত্যাগ করে।

উপসাগরীয় সহযোগীতা সংস্থা (GCC)
পূর্ণ রূপ: Gulf Co-operation Council.
প্রতিষ্ঠাকাল: GCC ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
সদস্য: ৬টি- সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার।
সদরদপ্তর: সৌদি আরবের রিয়াদে। ৩৮ তম সম্মেলন হয় ২০১৭ সালে। ৩৯ তম হয় সৌদি আরবের রিয়াদ এবং ৪০ তম সম্মেলন হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০১৯ সালে।

G-77 Group of 77
১৯৬৪ সালের ১৫ জুন তৎকালীন উন্নয়নশীল ৭৭টি দেশ নিজেদের অর্থণৈতিক সমৃদ্ধির লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় জি-৭৭ গঠন করে। জাতিসংঘ পদ্ধতির আওতায় জি-৭৭ গ্রুপ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ আন্ত:সরকারি সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্যসংখ্যা ১৩৪। সদস্য বেড়ে ১৩৪ হলেও ঐতিহাসিক গুরুত্বের কারণে এর মূল জি-৭৭ রয়ে গেছে। বাংলাদেশে জি-৭৭ এর চেয়ারম্যান ছিল ১৯৮২-৮৩ মেয়াদে।

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
পূর্ণ রূপ: Asian Development Bank.
প্রতিষ্ঠাকাল: ১৯৬৬ সালে।
সদস্য সংখ্যা: ৬৮।
সর্বশেষ সদস্য: নিউ
বাংলাদেশ ADB এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।
ADB এর প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও (জাপান)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1115 Views
    by romen
    0 Replies 
    1529 Views
    by tamim
    0 Replies 
    1105 Views
    by romen
    0 Replies 
    592 Views
    by shahan
    0 Replies 
    597 Views
    by kajol

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]