- Fri Oct 02, 2020 3:28 pm#3553
বুশম্যান: আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে কালাহারি মরুভূমির বুকে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, সোয়াজি্যৈান্ড ও বতসোয়ানায় এদের বসবাস।
জুলু: জুলু একটি জনগোষ্ঠীর নাম। যাদের মূল বসতি দক্ষিণ আফ্রিকার কোয়া জুলু নাটাল প্রদেশে।
পিগমি: আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের ঘন জঙ্গলে পিগমিদের বাস। এরা পৃথিবীর সবচেয়ে খর্বকায় জাতি।
এস্কিমো: এস্কিমো শব্দের অর্থ কাচা মাংস খেকো। এরা যুক্তরাষ্ট্রের আলাস্কা কানাডা ও রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় বসবাস করে। এস্কিমোদের বরফের তৈরি ঘরকে বলা হয় ইগলু। তারা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম স্লেজ। স্লেজ গাড়ি চালাতে সাইবেরিয়ান হাস্কি বা আলাস্কান মেলা মিউটস কুকুর নামে পরিচিত।
মাওরি: নিইজিল্যান্ডের আদি অধিবাসীদের বলা হয় মাওরি। মাওরি শব্দের অর্থ প্রাকৃতিক বা সাধারণ।
মাসাই: কেনিয়ার দক্ষিণাঞ্চল এবং তানজানিয়ার উত্তরাঞ্চলের আধা যাযাবর যোদ্ধা জাতিই হলো মাসাই।
বান্টু: আফ্রিকা মহাদেশে উপজাতি ,ক্ষুদ্র নৃগোষ্ঠী গুলো মূলত বান্টু জাতিগোষ্ঠীর বিভিন্ন শাখা।
রেড ইন্ডিয়ান: উত্তর ও দক্ষিণ আমেরিকান ও অস্ট্রেলিয়ানদের এ নামে ঢাকা হয়।
কুর্দি: মধ্যপাচ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কজুড়ে বিস্তত কুর্দিস্তান অঞ্চলে এরা বসবাস করে।
অ্যাংলো সাক্সেন: ব্রিটিশ বংশোদ্ভত আমেরিকান ও অস্ট্রেলিয়ানদের এই নামে ডাকা হয়।
টোডা: ভারতের নীলগিরি পর্বত এলাকার আদিবাসি । টোডা সমাজে বহু স্বামীভিত্তিক পরিবার দেখা যায়।
বেদে: ভারতীয় উপমহাদেশের পাহাড়ি যাযাবর জাতিবিশেষ।
নাগা: ভারতের নাগারল্যান্ডের পাহাড়ি উপজাতি।
আফ্রিদি: পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্দ প্রদেশে বসবাসকারী আদিবাসী।
বিশ্বের সপ্তাশ্চর্য
সপ্তাশ্চর্যের নাম – অবস্থান
চিচেন ইতজা – মেক্সিকোর জুকাট্যান উপদ্বীপ
স্ট্যাচু অব স্ত্রাইস্ট দ্যা রিডিমার – রিও ডি জেনিরো, ব্রাজিল
চীনের মহাপ্রাচীর – চীন
মাচুপিচু – আন্দিজ পর্বতমালা, পেরু
পেত্রা নগরী – জর্ডান
রোমের কলোসিয়াম – রোম, ইতালি
তাজমহল – আগ্রা, ভারত
বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য
দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও বনভূমি – ইন্দোনেশিয়ার কমোডো পার্ক
ভিয়েতনামের হা লং বে – ফিলিপাইনের আন্ডারগ্রাউন্ড রিভার ‘পুয়ের্টো পিন্সিসকা’
আর্জেন্টিনা ও ব্রাজিলের ইগুয়াজু জলপ্রপাত – দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন
দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ
পারমাণবিক তথ্য
দেশ – প্রথম পারমানবিক বোমার অধিকারী হওয়ার সাল
যুক্তরাষ্ট্র – ১৯৪৫
রাশিয়া – ১৯৪৯
ব্রিটেন – ১৯৫২
ফ্রান্স – ১৯৬০
চীন – ১৯৬৪
ভারত – ১৯৭৪
পাকিস্তান – ১৯৯৮
উত্তর কোরিয়া – ২০০৬
ইসরাইল – ১৯৬৭
জুলু: জুলু একটি জনগোষ্ঠীর নাম। যাদের মূল বসতি দক্ষিণ আফ্রিকার কোয়া জুলু নাটাল প্রদেশে।
পিগমি: আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের ঘন জঙ্গলে পিগমিদের বাস। এরা পৃথিবীর সবচেয়ে খর্বকায় জাতি।
এস্কিমো: এস্কিমো শব্দের অর্থ কাচা মাংস খেকো। এরা যুক্তরাষ্ট্রের আলাস্কা কানাডা ও রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় বসবাস করে। এস্কিমোদের বরফের তৈরি ঘরকে বলা হয় ইগলু। তারা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম স্লেজ। স্লেজ গাড়ি চালাতে সাইবেরিয়ান হাস্কি বা আলাস্কান মেলা মিউটস কুকুর নামে পরিচিত।
মাওরি: নিইজিল্যান্ডের আদি অধিবাসীদের বলা হয় মাওরি। মাওরি শব্দের অর্থ প্রাকৃতিক বা সাধারণ।
মাসাই: কেনিয়ার দক্ষিণাঞ্চল এবং তানজানিয়ার উত্তরাঞ্চলের আধা যাযাবর যোদ্ধা জাতিই হলো মাসাই।
বান্টু: আফ্রিকা মহাদেশে উপজাতি ,ক্ষুদ্র নৃগোষ্ঠী গুলো মূলত বান্টু জাতিগোষ্ঠীর বিভিন্ন শাখা।
রেড ইন্ডিয়ান: উত্তর ও দক্ষিণ আমেরিকান ও অস্ট্রেলিয়ানদের এ নামে ঢাকা হয়।
কুর্দি: মধ্যপাচ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কজুড়ে বিস্তত কুর্দিস্তান অঞ্চলে এরা বসবাস করে।
অ্যাংলো সাক্সেন: ব্রিটিশ বংশোদ্ভত আমেরিকান ও অস্ট্রেলিয়ানদের এই নামে ডাকা হয়।
টোডা: ভারতের নীলগিরি পর্বত এলাকার আদিবাসি । টোডা সমাজে বহু স্বামীভিত্তিক পরিবার দেখা যায়।
বেদে: ভারতীয় উপমহাদেশের পাহাড়ি যাযাবর জাতিবিশেষ।
নাগা: ভারতের নাগারল্যান্ডের পাহাড়ি উপজাতি।
আফ্রিদি: পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্দ প্রদেশে বসবাসকারী আদিবাসী।
বিশ্বের সপ্তাশ্চর্য
সপ্তাশ্চর্যের নাম – অবস্থান
চিচেন ইতজা – মেক্সিকোর জুকাট্যান উপদ্বীপ
স্ট্যাচু অব স্ত্রাইস্ট দ্যা রিডিমার – রিও ডি জেনিরো, ব্রাজিল
চীনের মহাপ্রাচীর – চীন
মাচুপিচু – আন্দিজ পর্বতমালা, পেরু
পেত্রা নগরী – জর্ডান
রোমের কলোসিয়াম – রোম, ইতালি
তাজমহল – আগ্রা, ভারত
বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য
দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও বনভূমি – ইন্দোনেশিয়ার কমোডো পার্ক
ভিয়েতনামের হা লং বে – ফিলিপাইনের আন্ডারগ্রাউন্ড রিভার ‘পুয়ের্টো পিন্সিসকা’
আর্জেন্টিনা ও ব্রাজিলের ইগুয়াজু জলপ্রপাত – দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন
দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ
পারমাণবিক তথ্য
দেশ – প্রথম পারমানবিক বোমার অধিকারী হওয়ার সাল
যুক্তরাষ্ট্র – ১৯৪৫
রাশিয়া – ১৯৪৯
ব্রিটেন – ১৯৫২
ফ্রান্স – ১৯৬০
চীন – ১৯৬৪
ভারত – ১৯৭৪
পাকিস্তান – ১৯৯৮
উত্তর কোরিয়া – ২০০৬
ইসরাইল – ১৯৬৭