Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3543
-জাতিসংঘ জনসংখ্যা তহবিল ২০১৯ সালে ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন’ প্রকাশ করে।
-জনসংখ্যা (২০১৯) – ৭৭১.৫০ কোটি।
-জনসংখ্যা বৃদ্ধির হার (২০১০-২০১৯) – ১.১%।
-সর্বাধিক জন্মহারের দেশ – ওমান (৫.৫%)
-জনসংখ্যা বৃদ্ধির হার কম – সিরিয়ায়।
-নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ – নাইজার (৭.১)
-গড় আয়ুতে শীর্ষ দেশ – জাপান।
-পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ – চীন, দ্বিতীয় ভারত।
-জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ – চীন
-সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি – আফগানিস্তান ও কম মালদ্বীপ।
জিকা ভাইরাস
জিকা ভাইরাসের বিস্তার ঘটে এডিস মশার মাধ্যমে। এই ভাইরাসে আক্রান্ত হলে অস্বাভাবিক ছোট মাথা নিয়ে শিশু জন্ম নেয়, যা চিকিৎসা বিজ্ঞানে মাইক্রোসেফালি নামে পরিচিত। নাইজেরিয়ায় ১৯৬৮ সালে সর্বপ্রথম মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ঘটে, তবে ১৯৪৭ সালে উগান্ডার ভিক্টোরিয়ার কাছে জিকা বনে বানর প্রজাতির মাধ্যমে সর্বপ্রথম জিকা ভাইরাসের সংক্রমণ ঘটেছে দক্ষিণ আমেরিকায় এবং সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হলো ব্রাজিল।
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন
১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভোধন করেন বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। কলাপাড়া উপজেলায় গোড়া আমখোলাপাড়ায় এই ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া মিডলইস্ট ওয়েস্টার্ন ইউরোপ আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে ১ হাজার ৫০০ গিগাবাইট গতির ইন্টারনেট পাবে বাংলাদেশ।
ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট
বর্তমানে সরকার অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্প গ্রহণ করেছে এবং বাজেটে যে বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর জন্য পৃথক অর্থ বরাদ্দ রেখেছে, সেসব প্রকল্পকে ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট বলা হয়। এই মেগা প্রকল্পগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মনিটরিং করছেন। বর্তমান অর্থবছরে (২০১৭-১৮) বাজেটে ১০টি ফার্স্ট ট্র্যাক প্রজেক্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩০ হাজার ৯২৮ কোটি টাকা। ১০ টি ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট বা মেগা প্রকল্প হলো:
-পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
-পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প,
-দোহাজারী রামু কক্সবাজার ঘুমধুম রেল সংযোগ প্রকল্প,
-ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প,
-পায়রা গভীর সমুদ্রবন্দর,
-সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর,
-রূপপুর পারমানবিক কেন্দ্র,
-মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট।
-মাতারবাড়ী কোল পাওয়ার প্রজেক্ট,
-LNG টার্মিনাল প্রকল্প।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3156 Views
    by romen
    0 Replies 
    5482 Views
    by raja
    0 Replies 
    4414 Views
    by raju
    0 Replies 
    2242 Views
    by raju
    0 Replies 
    2118 Views
    by raju

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]