Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3542
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরিচালিত অপারেশন
অপারেশন সি লায়ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কর্তৃক ব্রিটেনের বিরূদ্ধে পরিচালিত অভিযান।
অপারেশন বারবারোস: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কর্তৃক রাশিয়ায় পরিচালিত সামরিক অভিযান।
অপারেশন ওভারলোড: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৪ সালের ৬ জুন ফ্রান্সের নরম্যান্ডি শহরে মিত্রবাহিনী কর্তৃক ফ্রান্সকে মুক্ত করার জন্য জার্মানির বিরূদ্ধে অভিযান। এই দিনটি আবার ডি-ডে নামে পরিচিত।
অপারেশন হাস্কি: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির বিরূদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কর্তৃক পরিচালিত অভিযান।
অপারেশন লাস্ট চান্স: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি যুদ্ধ পরাধীদের খুজে বের করার অভিযান।
বিভিন্ন স্থানের নামকরণের উৎস
ফিলিপাইন: স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের নাম অনুসারে এ দেশের নামকরণ করা হয়েছে ফিলিপাইন।
মর্মর সাগর: বিখ্যাত মর্মর দ্বীপ বা মার্বেল দ্বীপ এ সাগরে অবস্থিত বলে এ সাগরের নামকরণ করা হয়েছে মর্মর সাগর।
ব্লাক সি (কৃষ্ণ সাগর): শীতকালে এ সাগর ঘন কুয়াশাচ্ছন্ন থাকে বলে এর নামকরণ করা হয়েছে ব্লাক সি বা কৃষ্ণ সাগর।
ইকুয়েডর: নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে দেশটির নামকরণ করা হয়েছে ইকুয়েডর।
ইন্ডিয়া: ইন্ডিগো নামের থেকে এ নামের উৎপত্তি।
এভারেস্ট শৃঙ্গ: ব্রিটিশ-ভারতের সার্ভোয়ার স্যার এভারেস্টের নাম অনুসারে এ শৃঙ্গের নামকরণ করা হয়েছে।
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট স্যার ওয়াশিংটনের নাম অনুসারে এই প্রদেশের নামকরণ করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ: কলম্বাস ভারত অভিযানে বের হয়ে ভুল করে এই স্থানে পৌছেন। কলম্বাস মনে করেছিলেন ভারতের পশ্চিমের কোনো দ্বীপে পৌছে গেছেন। তার ভ্রান্ত ধারণা মনে নিয়েই এ দ্বীপের নামকরণ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
মেসোপটেমিয়া: গ্রিক শব্দ মেসো মানে দুই নদীর মধ্যবর্তী স্থান। ইরাক ও টাইফ্রেটিস নদীর মধ্যে অবস্থিত বলে এর নাম হয়েছিল মেসোপটেমিয়া।
স্পেন: আদি নাম হিস্পানিয়া থেকে এ নামের উৎপত্তি।
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। এই দেশ এশিয়ার দক্ষিণাঞ্চলে বলে এর নাম হয়েছে অস্ট্রেলিয়া।
আমেরিকা: আমেরিগো ভেসপুচি নামক নাবিকের নাম অনুসারে এ নামের উৎপত্তি।
সাইবেরিয়া:প্রাচীন তাতারদের রাজধানী সাইবার থেকে সাইবেরিয়া নামের উৎপত্তি।
হাঙ্গেরি: হুন জাতির নাম অনুসারে এ নাম।
হোয়াইট সি: এই সাগর প্রায় সারা বছর বরফে আচ্ছাদিত থাকে বলে এর নাম হোয়াইট সি বা সাদা সাগর বলা হয়।
কলম্বিয়া: কলম্বাসের নামানুসারে কলম্বিয়া নামকরণ করা হয়েছে।
গ্রিনল্যান্ড: এ দ্বীপের সৈকতে সবুজ পাতাবিশিষ্ট এক ধরনের ছোট ছোট প্রচুর গাছ জন্মে । এই গাছের পাতার রং থেকেই গ্রীন ল্যান্ড নামের উৎপত্তি।
নিউজিল্যান্ড: ডাচ নাবিক তসমান ১৬৪৬ খ্রিষ্ট্রাব্দে এ দ্বীপ আবিষ্কার করেন। এবং হল্যান্ডের একটি প্রদেশে জিল্যান্ডের নাম অনুসারে এর নামকরণ করেন নিউজিল্যান্ড।
বেলজিয়াম: বেলজা নামক প্রাচীন গোত্রের নাম অনুসারে এ নাম হয়েছে।
ফ্রান্স: এ দেশে বসবাসকারী প্রাচীন গোত্র ফ্রাংকের নাম অনুসারে এ নামের উৎপত্তি।
মেক্সিকো: এ দেশে বসবাসকারী আজিকাস সম্প্রদায়ের রণদেবতা মেক্সিটির নাম অনুসারে মেক্সিকোর নামকরণ করা হয়েছে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    510 Views
    by bdchakriDesk
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]