Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#2311
১। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্র প্রধানের নাম
__ সেবাস্তিয়ান কুর্জ, অস্ট্রিয়া (৩৩ বছর)।
২। ৪৩ বছর পর কিউবার নতুন প্রধানমন্ত্রী
__ ম্যানুয়েল মারেরোক্রুজ।
৩। লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম
__ সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াব।
৪। রাশিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম
__ মিখাইল মিসুস্তিন।
৫। দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম
__ চুং সি কিউন।
৬। আলজেরিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম
__ আবদেল আজিজ জেরাড।
৭। উত্তর মেসিডোনিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম
__ অলিভার স্পাসোভস্কি।
৮। মাল্টার নতুন প্রধানমন্ত্রীর নাম
__ রবার্ট আবেলা।
৯। তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের নাম
__ সান ইং ওয়েন।
১০। আফগানিস্তানের নতুন প্রেসিডেন্টের নাম
__ আশরাফ ঘানি ( ২য় মেয়াদে নির্বাচিত)।
১১। ক্রোয়েশিয়ার নতুন প্রেসিডেন্টের নাম
__ জোরান মিলানোভিচ।
১২। গুয়েতেমালার নতুন প্রেসিডেন্টের নাম
__ আলেজান্দ্রো গিয়ামাততেই।
১৩। মার্শাল দ্বীপপুঞ্জের নতুন প্রেসিডেন্টের নাম
__ ডেভিড কাবুয়া।
১৪। গ্রিসের ইতিহাসে নির্বাচিত ১ম নারী প্রেসিডেন্ট
__ একাতিরিনি শাকেল্লারোপাউলো (২২ জানুয়ারী ২০২০)।
১৫। ওমানের নতুন সুলতানের নাম
__ হাইথাম বিন তারিক আল সাঈদ।
১৬। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের বর্তমান ধর্মীয় প্রধানের নাম
__ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
১৭। ভারতের নতুন পররাষ্ট্র সচিবের নাম
__ হর্ষবর্ধন শ্রিংলা।
১৮। ভারতের ১ম 'চিফ অফ ডিফেন্স স্টাফ ' ( প্রতিরক্ষাপ্রধান)
__ জেনারেল বিপিন রাওয়াত।
১৯। ভারতের নতুন সেনাপ্রধানের নাম
__ লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
২০। বর্তমান বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তির নাম
__ কানে তাকানা, জাপান।
২১। হংকংয়ের নতুন প্রধান সমন্বয় ( লিয়াজোঁ) কর্মকর্তার নাম
__ লুও হুইনিং।
২২। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধান বিচারপতির নাম
__ জন রবার্টস।
২৩। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান প্রধান নির্বাহী
__ মানু স্বোহানী।
২৪। বর্তমানে " হিউম্যান রাইট ওয়াচের “ নির্বাহী পরিচালক
__ কেনেথ রোথ।
২৫। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট
__ মাসাতাসুগু আসাকাওয়া।
২৬। 'জি-৭' এর নতুন চেয়ারম্যানের নাম
__ ডোনাল্ড ট্রাম্প ( দায়িত্বগ্রহণ - ১ জানুয়ারি ২০২০)।
২৭। আরব বিশ্বে সবচেয়ে বেশি সময় রাজত্ব করা সুলতান
__ ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ ।
২৮। ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ মারা যান
__ ১০ জানুয়ারি ২০২০।
২৯। ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি নিহত হন
__ ৩ জানুয়ারি ২০২০ ( যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায়)।
৩০। বিশ্বের ১ম কৃত্রিম মানবের নাম
__ নিওন ( যুক্তরাষ্ট্রের স্যামসাং কোম্পানির তৈরি)।
৩১। ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়
__ থাইল্যান্ডের চিয়াংমাইয়ে।
৩২। যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট বিল পাস হয়
__ ৯ জানুয়ারি ২০২০।
৩৩। ' বৈশ্বিক নারী - পুরুষ বৈষম্য প্রতিবেদন -২০২০' প্রকাশ করে
__ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ( ডব্লিউইএফ)।
৩৪। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ' পাবজি'র মালিক
__ চীনের টেনসেন্ট প্রতিষ্ঠান।
৩৫। জনপ্রিয় এবং একই সাথে বিতর্কিত সোসাল ভিডিও অ্যাপ 'টিকটক'র মালিক
__ চীনের বাইটড্যান্স প্রতিষ্ঠান।
৩৬। ' ডার্কম্যাটার ' হলো
__ সংযুক্ত আরব আমিরাতের সাইবার গোয়েন্দা ও হ্যাকিং সংস্থা।
৩৭। বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা ১ম চালু করেন
__ পোল্যান্ডের ধর্মযাজক জন পল দ্য সেকেন্ড।
৩৮। ১৯৮২ সালে ১ম বারের মত ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল
__ সেইন্ট পিটার্স স্কোয়ার, ভ্যাটিকান সিটি।
৩৯। ' সেন্ট পিটার্স বাসিলিকা ' গির্জা অবস্থিত
__ ভ্যাটিকান সিটি।
৪০। সম্প্রতি জঙ্গি হামলায় ১২২ জন নিহত হওয়া 'সউম প্রদেশ ' অবস্থিত
__ পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয়।
৪১। ভারতের নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের জন্য আলোচিত স্থান 'আজাদ ময়দান' অবস্থিত
__ মুম্বাই, ভারত।
৪২। সম্প্রতি ভারত মহাসাগরে ও ওমান উপসাগরে আয়োজিত রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌ মহড়ার নাম
__ Marine Security Belt (MSB).
৪৩। বিশ্বের ১ম মোবাইল ফোন 'Vodafone VT1' উম্মুক্ত করা হয়
__ ১ জানুয়ারি ১৯৮৫ সালে ইংল্যান্ডে।
৪৪। যে ওয়েবসাইটকে 'অনলাইন বিশ্বকোষ ' বলা হয়
__ উইকিপিডিয়া কে।
৪৫। 'Generation Z' বলা হয়
__ ১৯৯৫-২০১৫ সালের মধ্যে জন্মগ্রহণকারী প্রজন্মকে।
৪৬। সম্প্রতি পাকিস্তানে বাজেয়াপ্ত হওয়া 'A Case Of exploding Mangoes' গ্রন্থের লেখক
__ পাকিস্তানের ঔপন্যাসিক মোহাম্মদ হানিফ।
৪৭। সম্প্রতি নাসা কর্তৃক আবিস্কৃত নতুন গ্রহের নাম
__ প্লানেট ৭০০ ডি।
৪৮। সম্প্রতি ২০২০ সালকে সেবিকাদের জন্য উৎসর্গ করেছে
__ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
৪৯। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে যুক্ত হতে হওয়া ৬ষ্ঠ বাহিনীর নাম
__ মহাকাশ বাহিনী।
৫০। যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে
__ ৩ নভেম্বর ২০২০।
৫১। বিশ্বের সবচেয়ে বেশি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে
__ চীন ও ইতালিতে ( ৫৫টি)।
৫২। পেরুর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
__ ২৬ জানুয়ারি ২০২০।
৫৩। 'Disarming Iraq' গ্রন্থের রচয়িতা
__ হ্যান্স ব্লিক্স।
৫৪। 'সাবালান পাহাড়' অবস্থিত
__ ইরানে।
৫৫। পর্যটন শহর 'সিম সা সুই' অবস্থিত
__ হংকং।
৫৬। সম্প্রতি দাবানল সংগঠিত হওয়া 'ভালপারাইসো' শহরটি অবস্থিত
__ চিলি।
৫৭। সম্প্রতি উত্তর কোরিয়াকে রুখতে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া ত্রিপক্ষীয় বৈঠক হওয়া ' চেংদু ' শহর অবস্থিত
__ চীনে।
৫৮। 'নাফাজ' শহরটি অবস্থিত
__ ইরাকে।
৫৯। ' প্রেস টিভি ' হলো
__ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের নাম।
৬০। সম্প্রতি বিমান বিধস্ত হওয়ায় আলোচিত 'আলমাতি বিমানবন্দর ' অবস্থিত
__ কাজাখস্তানে।
৬১। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'ফানফোনে' আঘাত হানে
__ ফিলিপাইনে।
৬২। শব্দের চেয়েও ২০ গুন ক্ষমতাসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ' আভানগার্ড ' সম্প্রতি যুক্ত হয়েছে
__ রাশিয়ার সেনাবাহিনীতে।
৬৩। সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যে দেশের মন্ত্রিপরিষদের বেতন কমিয়ে দেওয়া হয়
__ জাম্বিয়া।
৬৪। ২০২০ সালে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে
__ সৌদি আরবে।
৬৫। জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হবে
__ গ্লাসগোতে।
৬৬। সম্প্রতি মহাকাশে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে
__ ভারত।
৬৭। সম্প্রতি দাবানলের ভয়াবহতায় যে দেশের সরকার জরুরি অবস্থা ঘোষণা করে
__ অস্ট্রেলিয়া।
৬৮। হেলিকপ্টার বিধস্ত হয়ে সম্প্রতি নিহত হন
__ তাইওয়ানের সেনাপ্রধান।
৬৯। সম্প্রতি চুক্তির অংশ হিসেবে লিবিয়ায় সৈন্য পাঠায়
__ তুরস্ক।
৭০। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ১ম চালু হবে
__ উত্তর প্রদেশে।
৭১। ৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কারের সেরা চলচ্চিত্র
__ ১৯১৭।
৭২। বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে
__ ৩ মে ২০২০।
৭৩। সম্প্রতি তেহরানে বিধস্ত হয়ে ১৭৬ জন লোক নিহত হওয়া ইউক্রেনের এয়ারলাইনসের উড়োজাহাজের নাম
__ বোয়িং - ৭৩৭।
৭৪।যেকোনো ধরনের সাংস্কৃতিক স্থাপনায় হামলা নিষিদ্ধ করা হয়েছে
__ যুদ্ধ সম্পর্কিত 'জেনেভা কনভেনশনের' ৫৩নং ধারায়।
৭৫। জাতিসংঘের পর্যবেক্ষণে দশক (২০১০-২০১৯) সেরা তরুণী
__ মালালা ইউসুফজাই, পাকিস্তান।
৭৬। ব্লুমবার্গ মিলিয়নিয়ার ইনডেক্স ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনী
__ জেফ বেজোস।
৭৭। ২০১৯ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে
__ ২.২ শতাংশ।
৭৮। ২০২০ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে
__ ২.৪ শতাংশ।
৭৯। বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী রয়েছে
__ তুরস্কে।
৮০। নারী - পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রে শীর্ষ দেশ
__ আইসল্যান্ড।

Collected: Md Roman
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]