Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1978
প্রশ্নঃ ক্যাসিনো (Casino) কোন ভাষার শব্দ ?
উত্তরঃ ইতালীয় । ইতালীয় Root Casa থেকে Casino শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ ’ঘর’ ।

প্রশ্নঃ সম্প্রতি ভারতে Daughter of the Nation খেতাবপ্রাপ্ত হন কে?
উত্তরঃ লতা মঙ্গেশকর ।

প্রশ্নঃ Mother of parliaments হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা?
উত্তরঃ যুক্তরাজ্য ।

প্রশ্নঃ ‘বিশ্বের দ্বিতীয় ফুসফুস’ হিসেবে পরিচিত কোন বনাঞ্চল?
উত্তরঃ আফ্রিকার বনাঞ্চল ।

প্রশ্নঃ SOM-B2 কোন দেশের ক্রুজ মিসাইল?
উত্তরঃ তুরস্ক ।

প্রশ্নঃ Trident II (D5) কোন দেশের পরমাণু ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ।

প্রশ্নঃ Alibaba Group ‘র প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জ্যাক মা (চীন) ।

প্রশ্নঃ পাকিস্তানের প্রথম নারী মহাকাশচারীর নাম কী?
উত্তরঃ নামিরা সালিম ।
প্রশ্নঃ ডিজিটাল জগতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য ডিজিটাল জেনেভা কনভেনশনের ধারনা সামনে নিয়ে আসেন কে?
উত্তরঃ ব্র্যাড স্মিথ ।

প্রশ্নঃ হিরোশিমা নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কী?
উত্তরঃ মোতাইয়াসু (Motoyasu) ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]