Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1760
NSI বিষয়ক তথ্য....
→গঠন ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর
→সদরদপ্তর সেগুনবাগিচা ঢাকা
→সংস্থার নির্বাহী মহাপরিচালক মেজর জেনারেল টি.এম জোবায়ের (পদমর্যাদা সচিব সমমানের)
→নীতিকথা "জাতির জন্য দেখা ও শোনা,জাতীয় নিরাপত্তা রক্ষা।"
→সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত
→ধরন স্বাধীন
→বাজেট ও প্রশিক্ষণ গোপনীয়
→অস্ত্র ওয়ালথার/নাইন এমএম,গ্লক পিস্তল/হ্যাকলার/জি১৭ এসডি ইত্যাদি

সমাজসেবা বিষয়ক তথ্য....
→প্রথম মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান
→বর্তমান মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির (অতিরিক্ত সচিব) যোগদান ২৯ এপ্রিল ২০১৫
→সদরদপ্তর আগারগাঁও শেরে বাংলা নগর, ঢাকা
→সমাজসেবা পরিদপ্তর গঠিত হয়েছিল ১৯৬১ সালে
→সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত হয় ১০ জানুয়ারি ১৯৭২ সালে(বর্তমান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ)
→“সমাজকল্যাণ মন্ত্রণালয়” একক নামে একটি সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় হিসেবে স্থাপিত হয় ১৯৮৯ সালের ৯ নভেম্বরে।
→সমাজকর্ম দিবস মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার
→জাতীয় সমাজসেবা দিবস ২ জানুয়ারি
→মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্য ৩টি......
১)আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সাম্যতার বিধান
২) সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা
৩) সামাজিক ন্যায় বিচার ও পুনঃএকত্রীকরণ।

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যঃ
®__ষাট গম্বুজ মসজিদ (বাগেরহাট) →১৯৮৫ সালে→৩২১তম
®__পাহাড়পুর বৌদ্ধ বিহার(নওগাঁ) →১৯৮৫ সালে→৩২২তম
®__সুন্দরবন→১৯৯৭ সালে→ ৭৯৮তম
#বাংলাদেশের_বিমানবহরে_যুক্ত_হওয়া#ড্রিমলাইনারঃ
০১|আকাশবীনা→উদ্বোধন ৫ সেপ্টেম্বর ২০১৮
০২|হংসবলাকা→উদ্বোধন ৫ ডিসেম্বর ২০১৮
০৩|গাঙচিল→উদ্বোধন ১২ আগস্ট ২০১৯
০৪|রাজহংস→উদ্বোধন ১৭ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধুর বই পরিচিতিঃ
০১|"অসমাপ্ত আত্মজীবনী"_____
→ইংরেজি সংস্করণ:Unfinished Memoirs
→প্রথম প্রকাশ: জুন ২০১২ সালে
→রচনাকাল:১৯৬৬-৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায়
→বইটিতে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনা তুলে ধরেন
→প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়
→অনুদিত: ৯টি ভাষায়
→১ম অনুদিত হয় ইংরেজিতে(১৮ জুন ২০১২) এবং সর্বশেষ অসমিয়া(২৫ ডিসেম্বর ২০১৮)
→প্রকাশক:মহিউদ্দিন আহমেদ
→প্রচ্ছদ: সমর মজুমদার
→পৃষ্ঠা: ৩২৯টি
→ধরন:আত্মজীবনীমূলক গ্রন্থ

০২| "কারাগারের রোজনামচা"_____
→ইংরেজি সংস্করণ:Prison Diaries
→প্রথম প্রকাশ:মার্চ ২০১৭(বাংলা ফাল্গুন ১৪২৩)
→ভূমিকা লেখেন:শেখ হাসানি
→নামকরণ করেন:শেখ রেহেনা
→ঘটনাবলি:১৯৬৬-৬৮ সালের কারাস্মৃতি
→অনুদিত :২টি ভাষায়
→১ম অনূদিত ইংরেজি ভাষায়( মার্চ ২০১৭) অনুবাদক ড.ফকরুল আলম
→২য় অনূদিত অসমিয়া(মোড়ক উন্মোচন ১৯ জুলাই ২০১৯) অনুবাদক সৌমেন ভারতীয়া
→প্রকাশক:মোবারক হোসেন
→অর্থায়ন:সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় (অর্থবছর ২০১৬/১৭)
→পৃষ্ঠা: ৩৩২

০৩| "নয়া চীন ভ্রমণ"_____
→প্রকাশিত হবে ২০২০ সালের একুশে গ্রন্থমেলায়
→বইটি প্রকাশ করবে "বাংলা একাডেমি"
→বাংলা ও ইংরেজি ভাষায় এক সাথে প্রকাশিত হবে
→বইটির সম্পপাদনার দায়িত্বে অধ্যাপক শামসুজ্জামান খান
→ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
→ঘটনা: ১৯৫২-৫৭ সালের দুবার চীন সফরের অভিজ্ঞতার কথা
→নামকরণ: বঙ্গবন্ধু নিজেই ডায়রিতে চীন সফরের অভিজ্ঞতার কথা লিখে "নয়া চীন ভ্রমণ" নামকরণ করেন।

→৩টি বইয়েরই ইংরেজি অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম

নোট→ MD. Ramjan Ali
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]