Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1713
০১| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "আবক্ষ" ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
®__কলকাতার বেকার হোস্টেলে

০২| সর্বপ্রথম ডেঙ্গু ভাইরাসের জীবন-রহস্য উন্মোচন করেন কে?
®__ড.মো.আলিমুল ইসলাম(বাকৃবি)

০৩| ইন্দোনেশিয়া ও মোজাম্বিকের বর্তমান প্রেসিডেন্ট কে?
®__জোকো উইদোদো(ইন্দোনেশিয়া)
®__ফিলিপ নিউসি(মোজাম্বিক)

০৪| "কালিমান-তান"কোন দেশের কয়লা খনিসমৃদ্ধ বিশাল ভূ-খণ্ড?
®__ইন্দোনেশিয়ার।
(রাজধানী জাকার্তা সরিয়ে কালিমানতান নেওয়ার কথা হচ্ছে।এর জনসংখ্যা ১ কোটি ৬০ লাখ)

০৫| চীন এক সন্তান নীতি গ্রহণ করেছিল কত সালে?
®__১৯৭৮ সালে
®__কার্যকর হয়েছিল ১৯৭৯ সালে
®__বর্তমানে ৩সন্তান নীতি গ্রহণের কথা হচ্ছে।

০৬| "বাংলাদেশে" কত সালে তিন তালাক নিষিদ্ধ করা হয়?
®__১৯৬৫ সালে
®__বিশ্বের প্রায় ২০টি দেশ তিন তালাক নিষিদ্ধ করেছে।

০৭| ইরানের বর্তমান মুদ্রার নাম কী?
®__তুমান(পূর্বে ছিল রিয়াল)
®__১৯৩২ সালে ইরানের মুদ্রা তুমানই ছিল

০৮| পেরুর রাজধানীর নাম কী?
®__লিমা
(সম্প্রতি ৩৮'শ বছর আগের ম্যুরাল আঁকা দেয়ালের সন্ধান পাওয়া গেছে)

০৯| বিশ্বের প্রথম ভার্চুয়াল ব্যাংক চালু হচ্ছে কোন দেশে?
®__তাইওয়ানে

১০| বিশ্বের শীর্ষ "বন্দর"কোনটি?
®__চীনের সাংহাই
(চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৪তম)

১১| পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার মাসের নাম কী?
®__জুলাই ২০১৯

১২| ইবোলা ভাইরাস রোগের উৎপত্তি কোন দেশ?
®__কঙ্গো ও সুদান
®__১৯৭৬ সালে প্রথম মহামারী আকার ধারণ করে

১৩| ইবোলা ভাইরাসের নামকরণ হয়েছে কীভাবে?
®__কঙ্গোর ইবোলা নদীর নাম অনুসারে।

১৪| ডেঙ্গু মশা কামড়ের কত দিন পর রোগের লক্ষ্মণ দেখা দেয়?
®__৪-১০ দিনের মধ্যে

১৫| ভারত কোন প্রদেশ থেকে ৬৪০ টন ওজনের রকেটে করে "চন্দ্রযান-২" পাঠায়?
®__অন্ধ্র প্রদেশের শ্রী হরিকোটা মহাকাশ স্টেশন থেকে
®__নোট রমজান

১৬| মহাকাশের প্রথম নভোচারী কে?
®__ইউরি গ্যাগরিন(রাশিয়া) তার উক্তি চলো যাই,চলো যাই।

১৭| "জম্মু-কাশ্মীর ও নাদাখের" আয়তন কত বর্গকিলোমিটার?
®__জম্মু-কাশ্মীর→৪২,১৯১ বর্গ.কি.
→নাদাখ→৫৯,১৪৬ বর্গকিলোমিটার।
ভারত নিয়ন্ত্রিত ৪২% পাকিস্তান ৩৭% চীন ১৯%

১৮| জাতিসংঘের মধ্যস্থতায় কবে ভারত-পাকিস্তানের মধ্যে "যুদ্ধবিরতি রেখা বা সিমলাচুক্তি" স্বাক্ষরিত হয়?
®__২ জুলাই ১৯৭২ সালে
®__হিমাচলের রাজধানী সিমলা

১৯| কাশ্মীর সংক্রান্ত জাতিসংঘে পাশ হওয়া মোট প্রস্তাব কতটি?
®__১৮টি(আগস্ট ২০১৯ পর্যন্ত)

২০| জম্মু-কাশ্মীর অঞ্চলে পাকিস্তান-ভারতের মধ্যকার সীমান্তরেখাটির নাম কী?
®__লাইন অফ কন্ট্রোল(LoC) বা নিয়ন্ত্রণ রেখা

২১| পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম কী?
®__সিয়াচেন হিমবাহ(১৯৮৪ সালে এটি ভারত দখল করে নেয়)

২২| উজবেকিস্তানে ভারত-পাকিস্তান যে চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কী?
®__তাসখন্দ চুক্তি

২৩| কাশ্মীর শব্দের অর্থ কী?
®__জল শুষ্ক(জল শুকিয়ে যে স্থলভাগের উৎপত্তি তাই কাশ্মীর।ঋষী
কাশ্যপ থেকে কাশ্মীর ও রাজা জম্মুলোচন থেকে জম্ম নামকরণ হয়।

২৪| ভারতের বর্তমান রাজ্য সংখ্যা কতটি?
®__২৮টি(কেন্দ্রশাসিত এলাকা ৯টি)

২৫| পৃথিবীতে কত প্রজাতির মশা আছে?
®__৩৫৩২ প্রজাতির।বাংলাদেশে আছে ১১৪ প্রজাতির মশা

২৬| বিশ্ব মশা দিবস কবে?
®__২০ আগস্ট
(ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড ২০ আগস্ট ১৮৯৭ সালে স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায় আবিষ্কার করেন)

২৭| মশার জীবনকাল কত দিন?
®__মশারা উড়ন্ত অবস্থায় যৌনমিলন করে।৩-৬ দিনের মধ্যে ২৫০-৩০০টি ডিম পাড়ে।পুরুষ মশা ১০-২০ দিন ও স্ত্রী মশা ৩-১০০ দিন পর্যন্ত বাঁচে।

২৮| বাংলাদেশে প্রথম কত সালে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে?
®__১৯৬২ সালে।

২৯| প্রথম কোন দেশ নদীকে "জীবন্ত সত্তা"হিসেবে ঘোষণা করে?
®__কলম্বিয়া→আত্রাতো নদীকে
ভারত→গঙ্গাকে, বাংলাদেশ তুরাগকে, আইন পাশের মাধ্যমে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে প্রথম নিউজিল্যান্ড হোয়াংগানুই নদীকে।

৩০| বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত জায়গাটি কোথায় অবস্থিত?
®__টেকেরঘাটকে(এটি সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত)
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]