Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8650
• ইংল্যান্ডের প্রথম রাজা ছিলেন- আলফ্রেড দ্য গ্রেট
• যুক্তরাজ্যের সর্বশেষ নারী সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন (৭০)- রানী দ্বিতীয় এলিজাবেথ।
• পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় রানীর পদ অলঙ্কৃত করেন- রানী ২য় এলিজাবেথ।
• রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৬) মারা যান- ৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দে।
• যুক্তরাজ্যের বর্তমান সিংহাসনে অধিষ্ঠিত আছেন- রাজা ৩য় চার্লস।
• ব্রিটেনের প্রথম তথা বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী- রবার্ট ওয়ালপোল।
• ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম- বাকিংহাম প্যালেস।
• ইউরোপের 'লৌহ মানবী নামে পরিচিত- মর্গারেট থ্যাচার।
• মর্গারেট থ্যাচার ১১ বছর (১৯৭৯-৯০) পর্যন্ত ক্ষমতায় ছিলেন ।
• মর্গারেট থ্যাচার কনজারবেটিভ পার্টি দলের প্রধানমন্ত্রী ছিলেন।
• ১ম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন- হেনরী আসকুইথ ।
• ২য় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন- উইনস্টন চার্চিল (ব্রিটেন)
• ইংল্যান্ডের রাজা প্রথম চালর্সকে সর্বসমক্ষে মৃত্যুদন্ড দেওয়া হয় ।
• বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী- উইলিয়াম পিট ।
• গ্রেট ব্রিটেনের কনিষ্ঠতম- রাজা ষষ্ঠ হেনরি।
• ১০ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন (১৭৩০ সাল থেকে)।
• ১২ নং ডাইনিং স্ট্রিট ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন।
• লেখক, সুবক্তা, সৈনিক ও রাষ্ট্রনায়ক হিসাবে বিখ্যাত- উনস্টাইন চার্চিল।
• মিখাইল গর্ভাচেভ সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এই লোকের সাথে আমরা কাজ করতে পারি।”
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    23992 Views
    by apple

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]