Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1436
☑️ মোট জনসংখ্যা ১৬.৪৬ কোটি।
☑️ গড় আয়ু ৭২.৩ বছর
☑️ পুরুষের আয়ু ৭০.৮ বছর এবং
☑️ নারীর আয়ু ৭৩.৮ বছর।

◼️ #প্রতিবেদনের_ফিডব্যাকঃ-

☑️ ২০১৭ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর।
☑️ ২০১৬ সালে ৭১.৬ বছর,
☑️ ২০১৫ সালে ৭০.৯ বছর,
☑️ ২০১৪ সালে ৭০.৭ বছর,
☑️ ২০১৩ সালে ৭০.৪ বছর এবং
☑️ ২০০৮ সালে গড় আয়ু ছিল ৬৬.৮ বছর।

◼️ প্রতিবেদনে আরও বলা হয়ঃ-
☑️ ২০১৮ সালে দেশের জনসংখ্যা বেড়েছে ১৯ লাখ।
☑️ পুরুষের সংখ্যা বেড়ে হয়েছে ৮ কোটি ২৪ লাখ ও
☑️ নারীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ কোটি ২২ লাখ।
☑️ ২০১৭ সালে জনসংখ্যা ছিল ১৬ কোটি ২৭ লাখ।

◼️ এছাড়াও
এমএসভিএসবি’র জরিপে উঠে এসেছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত।

☑️ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮.১৩ ভাগ।
☑️ মাথাপিছু আয় ১,৯০৯ ডলার।

◼️ জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার
☑️ ২০১৮ সালে ১.৩৩%,
☑️ যা ২০১৭ সালের তুলনায় ০.০১% কম।

#samprotik_hour: (নোট ক‌রে রাখুন, প্রশ্ন আস‌বেই!)
#বাংলা‌দে‌শের_মানু‌ষের_বর্তমান:
১| গড় আয়ু: ৭২ বছর ৩ মাস।
> নারী: ৭৩ বছর ৮ মাস।
> পুরুষ: ৭০ বছর ৮ মাস।
২| জনসংখ্যা: ১৬ কোটি ৫৫ লাখ ৭০ হাজার।
> পুরুষ: ৮ কোটি ২৮ লাখ ৭০ হাজার।
> নারী: ৮ কোটি ২৭ লাখ।
৩| সাক্ষরতার হার: ৭৩.২%।
> পুরুষ: ৭৫.২%।
> নারী: ৭১.২%।
৪| খাবার পা‌নি সু‌বিধা পায়: ৯৮%।
৫| ‌বিদ্যুৎ সু‌বিধার আওতায়: ৯০.১% মানুষ।
৬| স্যানিটারি সুবিধার আওতায়: ৭৮.১% মানুষ।
৭| শিশুমৃত্যু: প্র‌তিহাজা‌রে ২২ জন।
#Report_From: [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসন ২০১৮]

কালেক্টেড

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]