Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1300
প্র : বাংলাদেশে মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা কত ?
উ : ১৫,৮৬,১৪১ [পঞ্চম আদমশুমারি ২০১১]।
প্র : বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ও নারী জনসংখ্যা কত ?
উ : পুরুষ ৭,৯৭,৪৭৭ (৫০.২৮%) ও নারী ৭,৮৮,৬৬৪ (৪৯.৭২%)।
প্র : বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার কতভাগ ?
উ : ১.১০% [পঞ্চম আদমশুমারি ২০১১]।।
প্র : বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত ?
উ : ৪৫টি [সূত্র: বাংলাদেশ আদিবাসী ফোরাম]।
প্র : বাংলাদেশের কোন দুটি উপজাতি বা নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক ?
উ : খাসি/ খাসিয়া ও গারো।
প্র : কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইসলাম ধর্মাবলম্বী ?
উ : পাঙন।
প্র : মগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাহাড়ি এলাকায় কি নামে পরিচিত ?
উ : মারমা।
প্র : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মগ সমতল এলাকায় কি নামে পরিচিত ?
উ : রাখাইন।
প্র : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মগ কোন বংশোদ্ভূত ?
উ : মঙ্গোলীয়।
প্র : মগদের আদিনিবাস কোথায় ছিল ?
উ : আরাকান (মিয়ানমার)।
প্র : খাসিয়া গ্রাম গুলো কি নামে পরিচিত ?
উ : পুঞ্জি।
প্র : পার্বত্য চট্টগ্রামে কতটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি রয়েছে ?
উ : ১১টি। এরা হলো- মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খিয়াং, চাক, পাংখোয়া ও তঞ্চঙ্গ্যা। এ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে একমাত্র বান্দরবান জেলাতে।
প্র : পার্বত্য চট্টগ্রামের সার্কেল কতটি ?
উ : ৩টি। চাকমা সার্কেল, বোমাং সার্কেল ও মং সার্কেল।
প্র : চাকমা সার্কেলের প্রধান কে ?
উ : চাকমা রাজা।
প্র : বোমাং সার্কেলের প্রধান কে ?
উ : বোমাং রাজা।
প্র : মং সার্কেলের প্রধান কে ?
উ : মং রাজা।
প্র : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম প্রতিষ্ঠানের নাম কি ?
উ : মণিপুরী ললিতকলা একাডেমী।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংকৃতিক প্রতিষ্ঠান
নাম অবস্থান প্রতিষ্ঠান
মণিপুরী ললিতকলা একাডেমী কমলগঞ্জ, মৌলভীবাজার ১৯৭৬
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী বিরিশিরি, নেত্রকোনা ১৯৭৭
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট রাঙামাটি ১৯৭৮
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট বান্দরবান ১ জুলাই ১৯৮৮
কক্সবাজার সাংস্কৃতিক ইনষ্টিটিউট কক্সবাজার ৫ জানুয়ারী ১৯৯৪
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট খাগড়াছড়ি ২০০৩
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী রাজশাহী
রাখাইন কালচারাল ইনষ্টিটিউট রামু, কক্সবাজার

প্র : বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি ?
উ : চাকমা (দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সাঁওতাল)।
প্র : চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কি ?
উ : ফেরো (প্রকাশিত হয় ১৯ জানুয়ারী ২০০৪)।
প্র : চাকমা সমাজের প্রধান কে ?
উ : চাকমা রাজা।
প্র : ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’ সংগঠনটি গঠন করেন কে ?
উ : কামিনী মোহন দেওয়ান (১৯১৭ সালে) [সূত্র: আদিবাসী জনগোষ্ঠী, এশিয়াটিক সোসাইটি; পৃষ্ঠা-৫৯]।
প্র : ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’ পুনঃগঠন করেন কে ?
উ : মানবেন্দ্র নারায়ণ লারমা (২৪ জুন ১৯৭২)।
প্র : পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয় কবে ?
উ : ১৮৬০ সালে।
প্র : চাকমারা গ্রামকে কি বলে ?
উ : আদাম।
প্র : চাকমারা গ্রামের প্রধানকে কি বলে ?
উ : কার্বারী।
প্র : ত্রিপুরা জাতি কোন বংশোদ্ভূত ?
উ : মঙ্গোলীয়।
প্র : ত্রিপুরারা কোন ভাষায় কথা বলে ?
উ : কক-বরক্।
প্র : ত্রিপুরাদের জাতিসত্ত¡া কতটি দফা বা গোত্রে বিভক্ত ?
উ : ৩৬টি।
প্র : ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কি ?
উ : বৈসুক। অন্যান্য উৎসব হলো- কের, গোমতী পূজা, খাচীপূজা, হাবা, রাজপূন্যাহ, কথারক, চুমলাই।
প্র : ত্রিপুরা রমণীদের জাতীয় পোশাক কি ?
উ : রিনাই ও রিসা।
প্র : সাঁওতালরা মূলত কতটি গোত্র বা টোটেমে বিভক্ত ?
উ : ১২টি।
প্র : সাঁওতালরা তাদের বসবাসের নির্দিষ্ট এলাকাকে কি বলে অভিহিত করে ?
উ : দেশ ( প্রধানকে বলে দেশপ্রধান)।
প্র : সাঁওতালদের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালতের নাম কি ?
উ : ল’বীর বা জঙ্গল মহাসভা।
প্র : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয় ?
উ : ১৯৫০ সালে।
প্র : সাঁওতালদের প্রধান খাদ্য কি ?
উ : ভাত।
প্র : সাঁওতালদের সমাজে কোন বিবাহের প্রচলন রয়েছে ?
উ : বিধবা বিবাহ।
প্র : সাঁওতালী ভাষায় বিধবাকে কি বলা হয় ?
উ : রান্ডি।
প্র : সাঁওতালদের প্রধান উৎসব কি ?
উ : সোহরাই উৎসব।
প্র : সাঁওতালদের ভাষার নাম কি ?
উ : সাঁওতালী (এর কোনো লিখিত বর্ণমালা নেই)।
প্র : মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কবে প্রথম বাংলাদেশে আসে ?
উ : ১৭৬৫ সালে।
প্র : মণিপুরীদের মধ্যে কতটি শ্রেণী রয়েছে ?
উ : ২টি। ১. বিষ্ণুপ্রিয়া ও ২. মৈ তৈ।
প্র : বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কোন ভাষাভাষী ?
উ : ইন্দো-এরিয়ান।
প্র : মৈ তৈ মণিপুরী কোন জনগোষ্ঠীর লোক ?
উ : মঙ্গোলীয় ।
প্র : মণিপুরীদের মধ্যে কতটি ভাষা প্রচলিত রয়েছে ?
উ : ২টি। ১. বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ও ২. মৈ তৈ মণিপুরী ভাষা।
প্র : মণিপুরীদের প্রধান উৎসব কি ?
উ : রাসোৎসব (মহা রাসলীলা)।
প্র : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় পরিভ্রমণ করতে এস মণিপুরীদের রাসনৃত্য উপভোগ করেন ?
উ : ১৯১৯ সালে; শ্রীহট্টে (বর্তমান সিলেট)।
প্র : কবে, কোথায় ‘ভানুবিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃষক প্রজা আন্দোলন’ সংগঠিত হয় ?
উ : ১৯৪০ সালে, কমলগঞ্জ, সিলেট।
প্র : মারমাদের সমাজ কাঠামো ও শাসন ব্যবস্থার কেন্দ্রস্থলে বোমাং সার্কেলের প্রধান কে ?
উ : বোমাং রাজা বা বোমাং চিফ।
প্র : মং সার্কেলের প্রধান কে ?
উ : মং রাজা বা মং চিফ।
প্র : মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কত ?
উ : ৪৫টি। (এর মধ্যে ব্যঞ্জনবর্ণ ৩৩টি ও স্বরবর্ণ ১২টি)।
প্র : মারমাদের প্রধান পেশা কি ?
উ : জুম চাষ।
প্র : রাখাইন কোন জনগোষ্ঠীর লোক ?
উ : মঙ্গোলীয় ।
প্র : রাখাইনদের আদিনিবাস কোথায় ছিল ?
উ : আরাকান (মিয়ানমার)।
প্র : বাংলাদেশি অনেকে রাখাইনদেরকে কি বলে অভিহিত করে ?
উ : মগ।
প্র : জলকেলি কাদের উৎসব ?
উ : রাখাইন।
প্র : রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কি ?
উ : বুদ্ধপূর্ণিমা।
প্র : রাখাইন বা মগদের ধর্মীয় ভাষা কোনটি ?
উ : পালি।
প্র : নৃ-বিজ্ঞানীদের মতে, গারোরা কোন শ্রেণীভুক্ত ?
উ : মঙ্গোলীয়।
প্র : গারোদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি কি ?
উ : জুম চাষ।
প্র : গারোদের ভাষার স্থানীয় নাম কি ?
উ : মান্দি ভাষা বা গারো ভাষা।
প্র : পাঙন বা পাঙ্গালরা কোন ধর্মাবলম্বী ?
উ : ইসলাম ।
প্র : পাঙন সমাজ কোন তান্ত্রিক ?
উ : পিতৃতান্ত্রিক।
প্র : পাঙনরা কোন ভাষায় কথা বলে ?
উ : মৈ তৈ মণিপুরীদের ভাষায়।
প্র : হাজংদের প্রধান খাদ্য কি ?
উ : ভাত।
প্র : হাজংরা কোন ধর্মে বিশ্বাসী ?
উ : হিন্দু।
প্র : কোন উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ ও বিধবা বিবাহের প্রচলন রয়েছে ?
উ : হাজং।
প্র : খিয়াং অর্থ কি ?
উ : ইচ্ছা।
প্র : খিয়াংরা নিজেদের কি বলে ?
উ : হ্যউ (ঐরড়ঁ)।
প্র : খিয়াংরা কোথা থেকে এসেছে ?
উ : আরাকান-ইয়োমা উপত্যকা হতে এসেছে।
প্র : খিয়াংদের প্রধান ধর্মীয় উৎসব কি ?
উ : সাংলান।

Rasel Mahmud
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  329 Views
  by Jakiyasoc14
  0 Replies 
  282 Views
  by Jakiyasoc14
  0 Replies 
  240 Views
  by Jakiyasoc14
  0 Replies 
  210 Views
  by Jakiyasoc14
  0 Replies 
  345 Views
  by Milonhossen1992

  -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

  ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

  -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

  -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]