Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1292
🔖নতুন সরকারের নতুন মন্ত্রিসভা

✔ পূর্ণ মন্ত্রী ২৪ জন
✔ প্রতিমন্ত্রী ১৯ জন
✔ উপমন্ত্রী ৩ জন
✔ টেকনোক্রাট মন্ত্রী ৩ জন
✔ নারী মন্ত্রী ৩ জন

📌প্রধানমন্ত্রীর অধীনে থাকছে ছয় মন্ত্রনালয়।
👉সেগুলো হলো :
১. মন্ত্রীপরিষদ বিভাগ
২. জনপ্রশাসন মন্ত্রনালয়
৩. প্রতিরক্ষা মন্ত্রনালয়
৪. সশস্ত্র বাহিনী বিভাগ
৫. বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৬. এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

🔰নতুন মন্ত্রীত্ব পেয়েছেন যারাঃ-
🎓ওবায়দুল কাদের, সড়ক ও সেতুমন্ত্রী
🎓আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
🎓আনিসুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
🎓মুস্তফা কামাল, অর্থ মন্ত্রণালয়
🎓মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
🎓দীপু মনি, শিক্ষা মন্ত্রণালয়
🎓মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
🎓একে আব্দুল মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়
🎓এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রণালয়
🎓নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প মন্ত্রণালয়
🎓গোলাম দস্তগীর গাজী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়
🎓জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
🎓সাধন চন্দ্র মজুমদার, খাদ্য মন্ত্রণালয়
🎓টিপু মুনশি, বাণিজ্য
🎓নুরুজ্জামান আহমেদ, সমাজকল্যাণ
🎓রেজাউল করিম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
🎓মো. উদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
🎓বীর বাহাদুর উশৈসিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
🎓সাইফুজ্জামান চৌধুরী, কৃষিমন্ত্রী
🎓মো. নুরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয়।
🎓স্থপতি ইয়াফেস উসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
🎓মোস্তাফা জব্বার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

Raisul Islam Hridoy
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]