Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1238
১।একাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি
২।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক সংখ্যা :৬৮ টি
৩।একাদশ জাতীয় সংসদ নির্বাচন: মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন; পুরুষ ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬২ এবং নারী ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১১ জন।
৪।মোট নির্বাচিত আসন : ৩০০ । ১নং পন্চ গড় , ৩০০ নং বান্দরবান। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় ১টি করে আসন । সংরক্ষিত নারী আসন ৫০টি । প্রথম সংসদে সংরক্ষিত নারী আসন ছিল ১৫টি । আসন সীমা নির্ধারণ পদ্ধতির নাম Geological Information System।
৫।কততম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
= ৭ম
৬।কততম জাতীয় সংসদ থেকে রঙিন পোস্টার ব্যবহার ও দেওয়ালে পোস্টার সাটানো নিষিদ্ধ হয় এবং নির্বাচনে প্রার্থীদের মোট ব্যয় ৫ লাখ টাকা( ভোটার প্রতি ৮ টাকা) নির্দিষ্ট করা ?
=৯ম
৮। সংবিধান অনুসারে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কী?
= যোগ্যতা ২টি ( ১। বাংলাদেশের নাগরিক হতে হবে ও বয়স ২৫ বছর হতে হবে সংবিধানের অনুচ্ছেদ -৬৬ । অযোগ্যতা ৭টি- সংবিধানের অনুচ্ছেদ -৬৭)
৯। সংবিধান অনুসারে সংসদ শেষ হওয়ার কত দিন আগে জাতীয় নির্বাচন করতে হবে ?
= ৯০ দিন ।
১০।জাতীয় সংসদ নির্বাচনের পর কত দিনের মধ্যে সংসদ অধিবেশন বসে?
= ৩০ দিনের মধ্যে
১১। দুই অধিবেশনের মধ্যবর্তী সময় কত ?
= ৬০দিন
১২। জাতীয় সংসদ নির্বাচনের পর কত দিনের মধ্যে সুনির্দিষ্ট ব্যক্তির নিকট শপথ না নিলে সংসদ সদস্য পদ বাতিল হয় ?
= ৩০ দিন
১৩। স্পিকারের অনুমতি ব্যতিরেখে একজন সংসদ সদস্য কতদিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্য বাতিল হয় ?
= ৯০ কার্যদিবস
১৪। সংসদ অধিবেশন চলাকালে কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয় ?
= ৬০ জন
১৫। সংসদ নেতা কে ?
= প্রধানমন্ত্রী
১৬। সংসদ আহব্বান , স্থগিত , ও ভেঙ্গে কে দিতে পারে ?
= রাষ্ট্রপতি
১৭। যুদ্ধ ঘোষণা কে করতে পারে ?
= জাতীয় সংসদ
১৮।সংসদ সচিবালয় প্রধান ও সংসদের সভাপতি কে ?
=স্পিকার
১৯। ফ্লোর ক্রোসিং বা নিজ দলের বাইরে ভোট দিলে সদস্য পদ বাতিল হয় - সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে ?
= ৭০
২০। পদের শপথ
১। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান >> স্পিকার
২। স্পিকারকে শপথ বাক্য পাঠ করান >> রাষ্ট্রপতি
৩। প্রধানমন্ত্রী , মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান >> রাষ্ট্রপতি
৪। সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান >> স্পিকার
৫। প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান >> রাষ্ট্রপতি
৬। সুপ্রীম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি ও অন্যান্য বিচার পতিদের শপথ বাক্য পাঠ করান >> প্রধান বিচারপতি ।
৭। সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ বাক্য পাঠ করান >> প্রধানমন্ত্রী
৮। সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান >>স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
=============================
বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল -৩৯টি

সংগৃহিতঃ- ‎Mohammad Ashraful Islam
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1435 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]