Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8498
২৫. গ্রাম সরকার চূড়ান্তভাবে বিলুপ্ত হয়-এপ্রিল ২০০৮
২৬.একটি মাত্র সংসদীয় আসন – রাঙ্গামাটি , খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়
২৭. কোর্ট অব রেকর্ড বলা হয়- সুপ্রিম কোর্টকে
২৮. চিন্তা ও বিবেবের স্বাধীনতা দেওয়া হয়- সংবিধানের ৩৯নং অনুচ্ছেদে
২৯. বাংলাদেশে প্রথম বেতার উদ্বোধন করা হয়- ১৬ ডিসেম্বর ১৯৩৯
৩০. বাংলাদেশ ৩৩তম দেশ হিসেবে- পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করে
৩১. মুক্তি ও গণতন্ত্র তোরণ অবস্থিত- ঢাকা বিশ্ববিদ্যালয়
৩২. বাংলাদেশ পুলিশ আইন প্রণীত হয়- ১৮৬১ সালে
৩৩.দেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ- বানৌজা পদ্মা
৩৪. বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল – ডা. সুসানে গীতি
৩৫. নির্বাচন কমিশনের মেয়াদ- ৫ বছর
৩৬. ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম মাধ্যম – বিচার বিভাগ
৩৭. টিয়ার্স অব ফায়ার হলো- মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র
৩৮. রবার্ট রজার্সকর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র- দ্য কান্ট্রি মেড ফর বাংলাদেশ
৩৯. গারো আধিবাসিদের প্রকৃত নাম –মান্দি
৪০. বাংলঅ একাডেমি হলো- বাঙালি জাতিসত্তার প্রতীক
৪১.নজরুল মঞ্চ অবস্থিত- বাংলা একাডেমিতে
৪২.মোদের গরব ভাস্কর্যের স্থাপতি- অখিল পাল
৪৩. বাঙালি নদীটি যে জেলায় অবস্থিত- বগুড়া
৪৪.বাংলাদেশের জাতীয় বৃক্ষ –আমগাছ
৪৫. রংপুর জেলা সর্বপ্রথম সৃষ্টি হয়-১৭৭২ সালে
৪৬. বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ যে সেক্টরে যুদ্ধ করেছেন- ৮ নম্বর
৪৭. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল- বৃহস্পতিবার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    369 Views
    by rajib
    0 Replies 
    1996 Views
    by rajib
    0 Replies 
    21016 Views
    by rekha
    0 Replies 
    18893 Views
    by raihan
    0 Replies 
    118 Views
    by rana