Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8469
১. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?-উঃ ১০ এপ্রিল ১৯৭১
২. প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে?-উঃ১৭ এপ্রিল ১৯৭১
৩. বাংলাদেশের প্রথম সরকারের সময়কাল- উঃ ১০ এপ্রিল ১৯৭১-১২ জানুয়ারি ১৯৭২
৪. প্রথম সরকারের আর কী নামে পরিচিত ছিল?-উঃ প্রবাসী বা অস্থায়ী বা মুজিবনগর সরকার
৫. প্রথম সরকারের সদস্য সংখ্যা কত জন?-উঃ ৬ জন; ২৭ ডিসেম্বর ১৯৭১ রদবদল করে ১১ সদস্য করা হয়
৬.বাংলাদেশের প্রথম সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে?-উঃ অধ্যাপক এম ইউসুফ আলী
৭. শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?-উঃআব্দুল মান্নান
৮. রাষ্ট্রপতি কে ছিলেন?-উঃবঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
৯.অস্থায়ী রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?-উঃসৈয়দ নজরুল ইসলাম
১০.প্রধানমন্ত্রী কে ছিলেন?-উঃ তাজউদ্দিন আহমেদ
১১. অর্থ , বাণিজ্য , শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন?-উঃক্যাপ্টেন মনসুর রহমান
১২. স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?-উঃআবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান
১৩. পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন?-উঃখন্দকার মোশতাক আহমদ
১৪.বাংলাদেশের প্রথম সরকারের সদর দপ্তর কোথায় ছিল?-উঃ ৮নং থিয়াটার রোড, কলকাতা, ভারত
১৫.মুজিবনগর সরকারকে দিকনির্দেশনা ও উপদেশ প্রদানের জন্য সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে?-উঃ ৮ সেপ্টেম্বর১৯৭১
১৬.সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?-উঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী
১৭.দেশের প্রথম সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন?-উঃ ৮জন
১৮. উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে?-উঃতাজউদ্দিন আহমদ
১৯. সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান?-উঃ ৫টি
২০.বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য প্রকাশকারী কূটনীতিবিদ কে?-উঃ কে এম শাহাবুদ্দিন আহমেদ ও আমজাদুল হক, ভারতের দিল্লিতে নিযুক্ত এ দুই কূটনীতিবিদ ৬ এপ্রিল ১৯৭১ আনুগত্য প্রকাশ করে।
২১.ভারতের কলকাতায় নিযুক্ত পাকিস্তানি ডেপুটি হাইকমিশনের প্রধান হোসেন আলী কবে আনুগত্য প্রকাশ করে?-উঃ ১৮ এপ্রিল ১৯৭১।