Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8458
১. ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন?
ক. ২২ খ. ২৩ গ. ২৪ ঘ . ২৫
২. অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে?
ক. ড. খলিলুর রহমান খ. ওয়াহিদউদ্দিন মাহমুদ
গ. চৌধুরী রফিকুল আবরার ঘ. এম আমিনুল ইসলাম
৩. দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে LNG আমদানি করে?
ক. চীন ও মিসর খ. রাশিয়া ও যুক্তরাষ্ট্র গ. ওমান ও কাতার ঘ. ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া
৪.দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কী?
ক. ফজলুল হক সেতু খ. বঙ্গবন্ধু সেতু গ. যমুনা সেতু ঘ. আবু সাঈদ সেতু
৫. দেশের প্রথম ট্যানেলের বর্তমান নাম কী?
ক. কর্ণফুলী টানেল খ.বঙ্গবন্ধু টানেল গ. চট্টগ্রাম টানেল ঘ. আবু সাঈদ টানেল
৬. দেশের প্রথম স্যোটেলাইটের বর্তমান নাম কী?
ক. মওলানা ভাসানী স্যাটেলাইট-১
খ. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১
গ. বাংলাদেশ স্যাটেলাইট-১
ঘ. স্যাটেলাইট বিজয় -২৪
৭. জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি?
ক. কুর্ট ওয়াল্ডহেইম ও অ্যান্তোনিও গুতেরেস
খ. জাভিয়ের পেরেজ দ্য কুয়েলার
গ. কফি আনান ও বান কি মুন
ঘ.দ্যাগ হ্যামারশোল্ড
৮. ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি?
ক. ১১৩ টি খ. ১১৪টি গ. ১১৫টি ঘ. ১১৬টি
৯. ১৭মার্চ ২০২৫ সরকার ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে?
ক. গ্রামীণ ইউনিভার্সিটি খ. রবীন্দ্র ইউনিভার্সিটি গ. বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ঘ. তিস্তা ইউনিভার্সিটি
উত্তরঃ ১.খ ২.গ ৩.গ ৪.গ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.ক



    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    345 Views
    by rafique
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    338 Views
    by rafique
    0 Replies 
    495 Views
    by raja
    0 Replies 
    1372 Views
    by rafique