Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8442
১. চিফ একাউন্টস অ্যান্ড ফাইন্যাল অফিসে (CAFO) পরীক্ষামূলকভাবে Account Verification System (AVS) চালু করা হয়?- ২৬ জানুয়ারি ২০২৫
২. ১৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়?-চট্টগ্রাম বন্দর
৩. যমুনা রেলসেতুতে যাত্রীবহী ট্রেন চলাচল শুরু হয় কবে?- ১২ ফেব্রুয়ারি ২০২৫
৪. বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে?-বাগেরহাট (২২৯৩.৫৭ বর্গ কিলোমিটার )
৫. ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে?- পাসপোর্ট
৬.ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে?-উঃ১৯২০ সালে
৭. ৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে?-অপারেশন ডেভিল হান্ট (অর্থ শয়তান ধরো)
৮.আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক ২০২৫ –এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান ?-বাংলাদেশ দূতাবাস, প্যারিস
৯. কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কী রাখা হয়?-উঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট
১০.ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে একুশে পদক ২০২৫ লাভ করেন কে?-উঃ হেলাল হাফিজ ও শহীদুল জাহির (মরণোত্তর)
১১.দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি?-উঃ ৫টি
১২.দেশে দারিদ্রের হার কত?-উঃ১৯.২%
১৩.দারিদ্র্যের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি ?-উঃ নোয়াখালী (৬.১%)
১৪.দারিদ্র্যের হারে শীর্ষ জেলা ও উপজেলা কোনটি?-উঃ জেলা মাদারীপুর ও উপজেলা ডাসার