Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8441
১.বাংলাদেশ দীর্ঘতম একক রেলসেতু কোনটি?
ক. মধুমতি রেলসেতু
খ. রূপসা রেলসেতু
গ. যমুনা রেলসেতু
ঘ. হার্ডিঞ্জ ব্রিজ
২. যমুনা রেলসেতুর দৈর্ঘ্য কত?
ক. ৪.৫ কিলোমিটার খ. ৪.৮ কিলোমিটার গ. ৪.৯ কিলোমিটার ঘ. ৫.২ কিলোমিটার
৩.জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় কবে?
ক. ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ. ১৩ ফেব্রুয়ারি ২০২৫ গ.১৫ ফেব্রুয়ারি ২০২৫ ঘ. ১৯ ফেব্রুয়ারি ২০২৫
৪. জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধান উপদেষ্টা গ. প্রধান বিচারপতি ঘ. সেনাবাহিনী প্রধান
৫.প্রতিবছর ১৬ ই জুলাই শহিদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়?
ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খ. ঢাকা বিশ্ববিদ্যালয় গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘ. বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়
৬. ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
ক. ৪৫ টি খ. ৪৭টি গ. ৪৮ টি ঘ. ৪৯টি
৭. সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি?
ক. বাংলাদেশ কংগ্রেস খ. নাগরিক ঐক্য গ. গণসংহতি আন্দোলন ঘ. বাংলাদেশ ডেভেলপমেন্ট পর্টি
৮. জাতীয় শহিদ সেনা দিবস কবে?
ক. ২৩ ফেব্রুয়ারি খ. ২৪ ফেব্রুয়ারি গ. ২৫ ফেব্রুয়ারি ঘ. ২৬ ফেব্রুয়ারি
৯. বাংলাদেশ পেটেন্ট আইন , ২০২৩ কার্যকর করা হয় কবে?
ক. ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ. ২৮ ফেব্রুয়ারি ২০২৫ গ. ১ মার্চ ২০২৫ ঘ. ২ মার্চ ২০২৫
১০. মাথাপিছু GDP কত?
ক. ২,৫৮৭ মা.ড. খ. ২,৬২৫ মা.ড. গ.২,৭৮৭ মাড. ঘ. ২,৮৮৭ মা.ড.
১১. মাথাপিছু আয় কত?
ক. ২,৭৩৮ মা.ড. খ.২,৮৯৩ মা.ড. গ. ২,৯৯৩ মা.ড. ঘ. ৩,০৯৩ মা.ড.
১২. GDP’র প্রবৃদ্ধির হার কত?
ক.৪.২২% খ.৫.৯০% গ.৬.০০% ঘ.৭.১০%
১৩. কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
ক. ৩.০৫% খ.৩.৩০% গ.৪.৭৫% ঘ.৫.১৫%
১৪. শিল্প খ্যাতে প্রবৃদ্ধির হার কত?
ক. ২.২১% খ.৩.০৯% গ. ৩.৪০% ঘ.৩.৫১%
১৫. সেরা খাতে প্রবৃদ্ধির হার কত?
ক. ৩.৮৬% খ. ৪.৪০% গ. ৫.০৯% ঘ. ৬.৮৬%
১৬.কৃষি খাতে অবদানের হার কত?
ক. ১০.৬১% খ.১১.১৯% গ. ১২.৪৭% ঘ. ১৩.৪৭%
১৭. শিল্প খাতে অবদানের হার কত?
ক. ৩২.৩০% খ. ৩৪.৭৯% গ.৩৫.৯২% ঘ.৩৭.৩৭%
১৮.সেবা খাতে অবদানের হার কত?
ক.৫০.৯৪% খ.৫১.২৪% গ.৫১.৪৪% ঘ.৫২.৭৪%
উত্তরঃ ১.গ ২.খ ৩.ক ৪. খ ৫.ঘ ৬.ঘ ৭.ঘ ৮.গ ৯.ক ১০.খ ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.ঘ ১৮.গ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    393 Views
    by sakib
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    337 Views
    by rafique
    0 Replies 
    495 Views
    by raja
    0 Replies 
    1372 Views
    by rafique