Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8424
১. ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন কোনটি?-উঃ বৈষম্যবিলোধী ছাত্র আন্দোলন।
২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি সৃষ্টি হয় কবে?-উঃ ১ জুলাই ২০২৪ ।
৩. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করা হয় কাকে ?-উঃ আবু সাঈদ ।
৪. আবু সাঈদ শহীদ হন কবে?-উঃ ১৬ জুলাই ২০২৪।
৫. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয় দফা দাবি দেওয়া হয় কবে?-উঃ ২৯ জুলাই ২০২৪।
৬.২ আগস্ট ২০২৪ শিক্ষক ও নাগরিক সমাজের অংশগ্রহণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করে?-উঃ দ্রোহযাত্রা ।
৭. অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে?-উঃ ৩ আগস্ট ২০২৪।
৮. শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মনি্ত্রসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন কে?-উঃ সমন্বয় মো. নাহিদ ইসলাম ; ৩ আগস্ট ২০২৪।
৯. সরকার পতনের ১.দফা দাবিতে ৫ আগস্ট ২০২৪ পালিত কর্মসূচির নাম কী?-উঃ মার্চ টু ঢাকা।
১০. ছাত্র – জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন কবে?-উঃ ৫ আগস্ট ২০২৪।
১১. ছাত্র-জনতার অভ্যূত্থানে ৩৬ জুলাই বলতে কোন তারিখকে নির্দেশ করা হয়?-উঃ ৫ আগস্ট ।
১২.বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কবে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়?-উঃ ১ জুলাই ২০২৪।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    132 Views
    by raja
    0 Replies 
    1963 Views
    by raja
    0 Replies 
    704 Views
    by Romana