Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8381
১.বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?-উঃ ৫৫ টি
২. দেশের ৫৫তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?-উঃ মুজিবনগর বিশ্বিবিদ্যালয়, মেহেরপুর
৩.বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?-উঃ ১১৫ টি
৪. ৭ জুলাই ২০২৪ অনুমোদন দেওয়া ১১৫তম বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?-উঃ জাস্টিস আবু জাফর সিদ্দিকী , বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি পদে নিয়োগ পান কে?-উঃ অধ্যাপক ড. শুচিতা শারমিন
৬. কবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রাম পরিচালনার নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়?-উঃ ৪ জুন ২০২৪
৭. ২০২৫ সালে ষষ্ঠ – নবম শ্রেণির সকল বই কোন সালের শিক্ষাক্রম অনুযায়ী পরিমার্জন করা হবে?-উঃ ২০১২ সালের
৮. শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ষষ্ঠ – নবম শ্রেণির ফলাফল কীভাবে প্রকাশিত হবে?-উঃ গ্রেড পয়েন্টে
৯. নবম-দশম শ্রেণিতে পুনরায় বিভাগ বিভাজন চালুর পরিপত্র জারি করা হয় কবে?-উঃ ১ সেপ্টেম্বর ২০২৪
১০. শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী , কত সাল থেকে নবম-দশম শ্রেণিতে পুনরায় বিভাগ বিভাজন চালু হবে?-উঃ ২০২৫ সাল থেকে
১১. জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চালু করে কবে?-উঃ ১ জুলাই ২০২৪
১২. বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা ২০২৩-এ অধ্যাপক নিয়োগে সর্বোচ্চ বয়স কত করা হয়?-উঃ ৭৫ বছর
১৩. শিক্ষা মন্ত্রণালয় কবে বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা ২০২৩ প্রণয়নের সুপারিশ করে?-উঃ ১৮ ডিসেম্বর ২০২৩
১৪. ৮ নভেম্বর ২০২৪ ভারতের সুপ্রীম কোর্ট কোন বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু চরিত্র পুনর্মূল্যায়নে নির্দেশ দেয়?-উঃ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
১৫. ৬ নভেম্বর ২০২৪ যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়াবেলি সায়মন্তস র‌্যাংকিং –এ ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান কত?-উঃ ১১২তম