Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8380
১. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের দ্বিতীয় কমিটির চেয়ার নির্বাচিত হন কে?-উঃ মেহাম্মদ আবদুল মুহিত
২. কোন বাংলাদেশি আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (ICSC) সদস্য নির্বাচিত হন?-উঃ মুহাম্মদ আবদুল মুহিত
৩. ৫ নভেম্বর ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে কতজন বাংলাদেশি নির্বাচিত হন?-উঃ ৫ জন
৪. ১০ জুলাই ২০২৪ বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভের (CSC) কততম সদস্যপদ লাভ করে ?-উঃ ৫ম
৫. টাইম ১০০ নেক্সট ২০২৪ এ লিডারস ক্যাটাগরিতে স্থান পান কোন বাংলাদেশি ?-উঃ উপদেষ্টা নাহিদ ইসলাম
৬. আন্তর্জাতিক স্থাপত্য শিল্প প্রতিযোগিতা দ্য ইন্সপাইরেলি অ্যাওয়ার্ডস লাভ করেন কোন বাংলাদেশি ?-উঃ সারাফ নাওয়ার
৭. প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান করে নেন কে?-উঃ রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক
৮. টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের মন্ত্রিসভার কোন দায়িত্ব পান?-উঃট্রেজারি অ্যান্ড সিটি মন্ত্রী
৯. ২০২৪ সালে থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব দ্য ক্রাউন অব থাইল্যান্ড পান কোন বাংলাদেশি ?-উঃ আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী
১০. জাপানের নাগাসকির পিস পার্কে বাংলাদেশের নির্মিত স্মৃতিস্তম্ভের নাম কী?-উঃ ওরে বিহঙ্গ মোর
১১. যুক্তরাজ্যের লোয়েস্টওফট টাউন হল থেকে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কে নির্বাচিত হন?-উঃ নাসিমা বেগম
১২.২৪ অক্টোবর ২০২৪ সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপার্সনের দায়িত্ব নেন কে?-উঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
১৩. কোন মেয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির পূর্ণ সদস্য নির্বাচিত হন?-উঃ ২০২৪-২৭
১৪. কোন বাংলাদেশি শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের জন্য জার্মানির সর্বোচ্চ বেসামরিক খেতাব ফেডারেল ক্রস অব মেরিচ অর্জন করেন?-উঃ ড. গোলাম আবু জাকারিয়া
১৫. অর্থ পাচার প্রতিরোধে ১ মার্চ ২০২৪ দুর্নীতি দমন কমিশন (দুদক) কিসের সদস্য হয়?-উঃ গ্লোব-ই- নেটওয়ার্ক
১৬. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্র্রার্থী হিসেবে ২০২৫ -২৭ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার সদস্য নির্বাচিত হয়?-উঃ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
১৭. ৪ মার্চ ২০২৪ ষষ্ঠ বাংলাদেশ হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পান?-উঃ সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজীর করিম ফিরোজ
১৮.অর্থ পাচার প্রতিরোধে ১ মার্চ ২০২৪ দূর্নীতি দমন কমিশন (দুদক) কিসের সদস্য হয়?-উঃ গ্লোব-ই নেটওয়ার্ক
১৯. তৃতীয় বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং (NAE) –এর সদস্য নির্বাচিত হন কে?-উঃ ড. তাহের সাইফ
২০. ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক পদে নিযুক্ত হন কোন বাংলাদেশি ?-উঃ এস এম মুজিবুর রহমান
২১. গুগুল অ্যাওয়ার্ড ফর ইনফ্লুয়েশন রিসার্চ জয়ী প্রথম বাংলাদেশি কে?-উঃড.সৈয়দ ইশতিয়াক আহমেদ
২২.১৮ জানুয়ারি ২০২৪ ইন্টারন্য্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (ISN) কিডনি ফাউন্ডেশনকে কোন পুরস্কারে ভূষিত করে?-উঃ সেরিয়ার অ্যাওয়ার্ড
২৩. প্রথম বাংলাদেশি দম্পতি হিসেবে দেশ ভ্রমণে সেঞ্চুরি করেন-উঃ রেজাউল বাহার ও শারমীন শাহরিয়াত
২৪. কোন বাংলাদেশি আন্তর্জাতিক ভ্যাকিসিন ইনস্টিটিউটের বোর্ড অব ট্রাস্টির সদস্য নির্বাচিত হন?-উঃ অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল
২৫.থাইল্যান্ডের পর বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ?-উঃ বাংলাদেশ
২৬.আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর তথ্যমতে বাংলাদেশ কততম অর্থনৈতিক দেশ?-উঃ ৩৫ তম
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3422 Views
    by rana
    0 Replies 
    2272 Views
    by rana
    0 Replies 
    3087 Views
    by rana
    0 Replies 
    2278 Views
    by rafique
    0 Replies 
    1962 Views
    by shahan