Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8357
২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-উঃ খুলনা।
২৭.বাংলাদেশের জনসীমার উৎপত্তি ও সমাপ্তী নদী কোনটি?-উঃ হালদা ও সাঙ্গু।
২৮. খাগড়াছড়ির বাদনাতলী পর্বত শৃঙ্গ থেকে ।
২৯. বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদীগুলো কি কি?-উঃ আত্রাই , মহানন্দা (পূর্ণভরা, টাঙ্গন)।
৩০.কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?-উঃ কর্ণফুলী নদীর উপর।
৩১.কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কবে?-উঃ ১৯৬২ সালে।
৩২.কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে ?-উঃ কর্ণফুলী নদীতে।
৩৩. জোয়ার ভাটা হয় না কোন নদীতে ?-উঃ গোমতী।
৩৪. গোমতী নদীকে কি বলা হয়?-উঃ কুমিল্লার দুঃখ।
৩৫. বাংলাদেশের মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী কতটি?-উঃ ৫৭টি ।
৩৬.ভারত-বাংলাদেশের মধৌ অভিন্ন নদী কোনটি?-উঃ ৫৪ টি।
৩৭. ভারত হতে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি?-উঃ ৫৪ টি।
৩৮. বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি?-উঃ ১ টি।
৩৯. বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কতটি?-উঃ১টি।
৪০. কোন নদীটি একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়?-উঃ রূপসা ।
৪১.যমুনা নদীর পূর্ব নাম কি ?-উঃ জোনাই নদী।
৪২. বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কি?-উঃ দোলাই নদী ( দোলাই খাল )।
৪৩. ব্রহ্মপুত্র নদীর পূর্বনাম কি ?-উঃ লৌহিত্য।
৪৪.পদ্মা নদীর পূর্বনাম কি ?-উঃ কীর্তি নালা।
৪৫.পদ্মা নদীর শাখা নদী কোনটি?-উঃ মধুমতি , আড়িয়াল খা , ভৈরব , কপোতাক্ষ, গড়াই , বড়াল . ইছামতি , কুমার , মাথাভাঙ্গা।
৪৭. পদ্মার উপ-নদী কি কি?-উঃ মহাগঙ্গা, টাঙ্গন ,পুনর্তবা, নগর , কুলিক ।
৪৮. যমুনা নদীর শাখা নদী কি কি?-উঃ তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই , বাঙালী,দুধকুমার , যমুনেশ্বরী।
৪৯. মেঘনা নদীর উপনদী কি কি?-উঃ শীতলক্ষ্যা , গোমতি, ডাকাতিয়া।
৫০. কর্নফুলী নদীর উপনদী কি কি?-উঃ চেঙ্গী , মাসলং , সাইনী , হালদা , কাপ্তাই রাথিয়ং , গোয়ালখালী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1370 Views
    by rafique
    0 Replies 
    2135 Views
    by rana
    0 Replies 
    1431 Views
    by raja
    0 Replies 
    1225 Views
    by raja
    0 Replies 
    1374 Views
    by afsara

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]