Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8235
অপরাজেয় বাংলা ভাস্কর্যটি উদ্বোধন করা হয়- ১৬ ডিসেম্বর ১৯৭৯।
বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে যে নদী- পুনর্ভবা ও আত্রাই।
জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় – ৫ আগস্ট ২০১৪।
বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করা হয়- ১৬ অক্টোবর ২০০১।
ময়না ( বিআর ১২) হলো –উন্নহজাতের ধান ।
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন- মেজর আবদুল গণি : ১৫ ফেব্রুয়ারি ১৯৪৮ ।
দেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হার্ডকোক লি.-এর অবস্থান – দিনাজপুর।
মেরিন ফিশারিজ একাডেমি (MFA) –এর প্রতিষ্ঠা – ১ সেপ্টেম্বর ১৯৭৩ ।
দুর্নীতি দমন ব্যুরো যে মন্ত্রণালয়ের অধীনে ছিল- প্রধানমন্ত্রীর কার্যালয়।
বাংলাদেশ মৎস্য গবেষণা উনস্টিটিউট অবস্থিত-ময়মনসিংহে।
আয়তনে দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় –চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।
নাথান কমিশনের সদস্য ছিল- ১৩( সভাপতি রবার্ট নাথান)।
প্রধানমন্ত্রী যার নিকট পদত্যাগ করেন- রাষ্ট্রপতির নিকট ।
স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) যে মন্ত্রণালয়ের অধীন –প্রধানমন্ত্রীর কার্যালয় ।
উপমহাদেশে সর্বপ্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন- লর্ড ক্যানিং।
ময়নামতির পূর্বনাম –রেহিতগিরি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    26 Views
    by apple
    0 Replies 
    35 Views
    by shohag
    0 Replies 
    1927 Views
    by mousumi
    0 Replies 
    1418 Views
    by rafique
    0 Replies 
    456 Views
    by romen

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]