- Thu Dec 19, 2024 10:29 am#8148
১. PRSP-এর পূর্ণরূপ হলো -Poverty Reduction Strategy Paper
২. বাংলাদেশের সমুদ্রবন্দর -৩টি; চট্টগ্রাম , মোংলা , ও পায়রা
৩. ১৯৭১ সালে বাংলাদেশের পাটকল ছিল- ৭৩টি।
৪. কর্ণফুলি সার কারখানা অবস্থিত –চট্টগ্রামের আনোয়ারায়।
৫. খুলনা হার্ডবোর্ড মিলস লি. অবস্থিত- খালিশপুর, খুলনা ।
৬. বাংলাদেশ সিল্ক উৎপন্ন হয়- রাজশাহীতে।
৭. বাংলাদেশের প্রথম কাগজ কল –কর্ণফুলি কাগজ কল।
৮. বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক অবস্থিত – গজারিয়া, মুন্সিগঞ্জ ।
৯. বাংলাদেশ ২০২২-২৩ অর্থ বছরে বেশি ঔষধ রপ্তানি করে –মিয়ানমারে ।
১০. বাংলাদেশের সরকারি ইপিজেড -৮টি।
১১. ব্যাংক নোট নয়- ২ ও ৫ টাকা।
১২. বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন যে মন্ত্রণালয়ের অধীন- বাণিজ্য মন্ত্রণালয়।
১৩. ম্যাচের কাঠি তৈরি হয়- কদম ও গেওয়া কাঠ থেকে ।
১৪. বাংলাদেশে তৈরি দ্বিতীয় ইপিজেড –উত্তরা ইপিজেড ।
১৫. বেসরকারি ইপিজেড আইন সংসদে পাস হয়- ২০০১ সালে।
১৬. মেসতা এক জাতীয় – পাট।
১৭. বাংলাদেশ প্রথম LNG আমদানি করে-২০১৮ সালে।
১৮. বাংলাদেশ- নেপাল ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৬ সালে।
১৯. বাংলাদেশ-ভারত বানিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়- ২৮ মার্চ ১৯৭২ সালে ।
২০. বাংলাদেশের রপ্তানি পণ্য White Gold হলো – চিংড়ি।
২১. বাংলাদেশের প্রথম গার্মেন্টস পল্লী স্থাপিত হয়- নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
২২. যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত ঘোষণা করে- ২৭ জুন ২০১৩।
২৩. Accord যে দেশভিত্তিক বিশ্বসেরা গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন- যুক্তরাষ্ট্রের।
২৪. গার্মেন্টস শিল্পে সরকারের বিধিবদ্ধ আইন, বিধিবিধান ও নীতিমালাকে বলা হয়- Compliance
২. বাংলাদেশের সমুদ্রবন্দর -৩টি; চট্টগ্রাম , মোংলা , ও পায়রা
৩. ১৯৭১ সালে বাংলাদেশের পাটকল ছিল- ৭৩টি।
৪. কর্ণফুলি সার কারখানা অবস্থিত –চট্টগ্রামের আনোয়ারায়।
৫. খুলনা হার্ডবোর্ড মিলস লি. অবস্থিত- খালিশপুর, খুলনা ।
৬. বাংলাদেশ সিল্ক উৎপন্ন হয়- রাজশাহীতে।
৭. বাংলাদেশের প্রথম কাগজ কল –কর্ণফুলি কাগজ কল।
৮. বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক অবস্থিত – গজারিয়া, মুন্সিগঞ্জ ।
৯. বাংলাদেশ ২০২২-২৩ অর্থ বছরে বেশি ঔষধ রপ্তানি করে –মিয়ানমারে ।
১০. বাংলাদেশের সরকারি ইপিজেড -৮টি।
১১. ব্যাংক নোট নয়- ২ ও ৫ টাকা।
১২. বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন যে মন্ত্রণালয়ের অধীন- বাণিজ্য মন্ত্রণালয়।
১৩. ম্যাচের কাঠি তৈরি হয়- কদম ও গেওয়া কাঠ থেকে ।
১৪. বাংলাদেশে তৈরি দ্বিতীয় ইপিজেড –উত্তরা ইপিজেড ।
১৫. বেসরকারি ইপিজেড আইন সংসদে পাস হয়- ২০০১ সালে।
১৬. মেসতা এক জাতীয় – পাট।
১৭. বাংলাদেশ প্রথম LNG আমদানি করে-২০১৮ সালে।
১৮. বাংলাদেশ- নেপাল ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৬ সালে।
১৯. বাংলাদেশ-ভারত বানিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়- ২৮ মার্চ ১৯৭২ সালে ।
২০. বাংলাদেশের রপ্তানি পণ্য White Gold হলো – চিংড়ি।
২১. বাংলাদেশের প্রথম গার্মেন্টস পল্লী স্থাপিত হয়- নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
২২. যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত ঘোষণা করে- ২৭ জুন ২০১৩।
২৩. Accord যে দেশভিত্তিক বিশ্বসেরা গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন- যুক্তরাষ্ট্রের।
২৪. গার্মেন্টস শিল্পে সরকারের বিধিবদ্ধ আইন, বিধিবিধান ও নীতিমালাকে বলা হয়- Compliance