Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8130
১.বাংলাদেশের আসন সংখ্যা -৩৫০টি ।
২. বাংলাদেশের জাতীয়সংসদের ১ নং আসন- পঞ্চগড় -১ ।
৩. বাংলাদেশের জাতীয় সংসদের ৩০ নং আসন – বান্দরবান ।
৪. জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় – স্পিকারের ভোটকে ।
৫. বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার – বিচারপতি এম ইদ্রিস।
৬. রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স – ৩৫ বছর ।
৭. রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় – সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসাদাচরণের জন্য।
৮. বাংলাদেশের সংবিধানে ভাষাবিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ –প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
৯. রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন- ৬৪(১) অনুচ্ছেদ অনুযায়ী।
১০. বাংলাদেশের সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদে –নির্বাচন কমিশন গঠনের বিধান রাখা হয়।
১১. ভোটার হওয়ার যোগ্যতার কথা উল্লেখ রয়েছে – ১২২ নং অনুচ্ছেদে ।
১২. নির্বাচন কমিশনারদের মর্যাদা –সুপ্রীম কোর্টের বিচারকদের সমতুল্য ।
১৩.অস্থায়ী মহা ুহসাব নিরীক্ষকের বিধান উল্লেখ রয়েছে -১৩০ অনুচ্ছেদে।
১৪. যেকোনো পরিস্তিতিতেই জরুরি অবস্থান মেয়াদকাল ১২০ দিন বা ৪মাস নির্ধারণ করে সংশোধন করা হয়- সংবিধানের ১৪১ (ক) অনুচ্ছেদে।
১৫. সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়- ৮ জুলাই ২০১৮।
১৬. বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান – নির্বাচন কমিশন , মহাহিসাব নিরীক্ষ ও নিয়ন্ত্রকের কার্যালয়, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়।
১৭. বাংলা একাডেমির নতুন সভাপতি –অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
১৮. বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে – ১৪৪টি।
১৯. বর্তমানে সুন্দরবনের বাঘের সংখ্যা রয়েছে- ১২৫টি।
২০. ২০২৩ -২৪ অর্থ বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে যে দেশে- সংযুক্ত আরব আমিরাত (দ্বিতীয় : পাকিস্তান)।
২১.জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি –সালাহউদ্দিন নোমান ।
২২. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের –এর কারখানা রয়েছে – ময়মনসিংহে ।
২৩.ঘূর্ণিঝড় দানা – শব্দের অর্থ –মুক্ত(এটি একটি আরবি শব্দ এবং নামকরণ করেছে কাতার)।
২৪. বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয় – ১৭ টি ধারায়।
২৫. ৫১ তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় যে রাজনৈতিক দল- বাংলাদেশ গণ অধিকার পরিষদ ;প্রতীক :ট্রাক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    736 Views
    by rana
    0 Replies 
    543 Views
    by rana
    0 Replies 
    769 Views
    by rana
    0 Replies 
    667 Views
    by rafique
    0 Replies 
    448 Views
    by romen

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]