Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1130
• ঢাকা মোট কতবার বাংলার রাজধানী হয়? উঃ এক্ষেত্রে উত্তর হবে ৪ বার
• ঢাকা মোট কতবার রাজধানী হয়? উঃ এক্ষেত্রে উত্তর হবে ৫ বার
• আবার যদি প্রশ্ন হয় ঢাকা মোট কতবার বাংলাদেশের রাজধানী হয়? উঃ এক্ষেত্রে উত্তর হবে ১ বার

✔ব্যাখ্যা
• ১৬১০ সালের ১৬ জুলাই সুবেদার ইসলাম খাঁ বার ভূইয়াদের নেতা মুসা খাঁ কে পরাজিত করে বাংলা দখল করেন এবং ঢকার নাম রাখেন জাহাঙ্গীর নগর। এই সময় বাংলার রাজধানী রাজমহল থেকা ঢাকায় স্থানান্তরিত করা হয় ।
• ১৬৩৯ সালে সাহ সুজা বাংলার সুবেদার হলে বাংলার রাজধানী ঢাকা থেকে রাজমহলে স্থানান্তরিত করেন।
• ১৬৬০ সালে মীর জুমলা বাংলার সুবেদার হলে ঢাকাকে পুনরায় রাজধানী করেন।
• ১৯০৫ সালে বাংলা ও বিহার নিয়ে প্রদেশ করা হলে তার রাজধানী হয় ঢাকা কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা রাজধানীর মর্যাদা হারায়।
• ১৯৪৭ সালে দেশ ভাগ হলে পশ্চিম পাকিস্থানের রাজধানীর নাম হয় করাচি এবং পূর্ব পাকিস্থানের রাজধানীর নাম হয় ঢাকা।
• ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    538 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4498 Views
    by masum
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    1 Replies 
    54 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]