Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8110
১. যে গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে – অস্ট্রিক ।
২. আর্যজাতি যে দেশ থেকে এসেছিল- ইরান
৩. আর্যদের আদি বাস্স্থান ছিল- ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
৪. নৃতাত্ত্বকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত যে নরগোষ্ঠী অন্তরর্ভুক্ত- নর্ডিম
৫. বাংলাদেশের প্রাচীন জাতি – দ্রাবিড়
৬. বাংলার আদি অধিবাসীগণ যে ভাষাভাষী ছিল – অস্ট্রিক
৭. সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন- রাখালদাস বন্দোপধ্যায়
৮. আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম – বেদ
৯. বাংলা ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত- ইন্দো-ইউরোপীয়।
১০.বাংলাদেশের যে বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত –রাজশাহী ।
১১. প্রাচীন বাংলায় রাজ্য ছিল- ২ টি।
১২. প্রাচীনকালে সমতট বলতে বোঝাতে –কুমিল্লা ও নোয়াখালী
১৩. বাংলাদেশের প্রাচীনতম শহর –পুণ্ড্র
১৪. বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায় – ঐতরেয় আরণ্যক গ্রন্থে
১৫.সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম – গৌড়
১৬. মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল –পুন্ড্রনগর
১৭.মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল – গৌড়
১৮. বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন- ইসলাম খান
১৯. ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়েছিল- ১৬১০ খ্রি.
২০. বাংলার প্রথ দীর্ঘস্থায়ী রাজবংশের নাম – পাল বংশ
২১. যে যুদ্ধের ভয়াবহপরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ গ্রহণ করেছিলেন –কলিঙ্গের যুদ্ধ
২২. বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন- লক্ষণ সেন।
২৩. পরিব্রাজক ফা হিয়েন যার শাসনমলে বাংলায় আসেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২৪. গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষের যে নদীর তীর পর্যন্ত অগ্রসর হয়েছিল- সিন্ধু ।
২৫. বাংলার প্রথম স্বাধীন রাজা-শশাংক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    435 Views
    by raihan
    0 Replies 
    166 Views
    by tamim
    0 Replies 
    324 Views
    by rafique
    0 Replies 
    314 Views
    by tamim
    0 Replies 
    517 Views
    by rana

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]