Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#8105
১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -৪৭।
২. বাংলাদেশ সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়- চতুর্থ ।
৩. বাংলাদেশ সংবিধানের যে ভাগেমৌলিক অধিকারের কথা বলা হয়েছে- তৃতীয় ভাগে ।
৪. আইনের চোখে সব নাগরিক সমান । বাংলাদেশের সংবিধানের এ নিশ্চয়তা প্রদান কর হয়েছে – ২৭নং অনুচ্ছেদে ।
৫. তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা রদ করা হয় সংবিধানের -১৫তম সংশোধনীর মাধ্যমে ।
৬. বাংলাদেশের সংবিধান উথ্থাপিত হয় – ১২ অক্টোবর ১৯৭২।
৭. গণপরিষদে সংবিধান গৃহিত হয়- ৪ নভেম্বর ১৯৭২।
৮. সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন – ড. কামাল হোসেন ।
৯.বাংলাদেশের সংবিধান ভাগ রয়েছে- ১১ টি।
১০. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি ?-১৫৩ টি।
১১. বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক –আবদুর রউফ।
১২. যার ওপর আদালতের এখতিয়ার নেই – রাষ্ট্রপতি ।
১৩. সংবিধানের যে অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে – ১৪ অনুচ্ছেদে।
১৪. সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহ বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়- ২২ অনুচ্ছেদে।
১৫.ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে যে অনুচ্ছেদ-৪১ অনুচ্ছেদে।
১৬.ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে – ৭৭ অনুচ্ছেদে ।
১৭.জাতীয় সংসদে ন্যায়পাল আইন পাস হয়- ১৯৮০ সালে।
১৮. বাংলাদেশের সংস েমোট আসন সংখ্যা -৩৫০ টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    733 Views
    by rana
    0 Replies 
    663 Views
    by rafique
    0 Replies 
    446 Views
    by romen
    0 Replies 
    847 Views
    by romen
    0 Replies 
    881 Views
    by romen

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]