- Fri Jan 19, 2024 8:45 pm#7638
১.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম-পুণ্ড্র।
২.বিলিনিয়া সীমান্ত যে জেলার অন্তর্গত-ফেনী।
৩. ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয়-১৯৬৬সালে।
৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন -এম মনসুর আলী।
৫. দেশে মোট শিক্ষাবোর্ড রয়েছে-১১ টি।
৬. ঢাকার ধোলাই খাল খনন করেন- ইসলাম খান।
৭. ইউনেস্কা সুন্দরবনকে বিশ্ব এতিহ্য হিসেবে ঘোষণা করে-৬ ডিসেম্বর ১৯৯৭ সালে।
৮. দেশের প্রথম ডিজিটাল জেলা – যশোর।
৯. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়- ২৩ শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
১০. সংবিধানের মোট তফসিল সংখ্যা -৭ টি।
১১. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার -কামরুল হাসান ।
১২. বাংলাদেশে ভ্যাট চালু হয় -১ জুলাই ১৯৯১ সালে।
১৩. যে গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় - ঐতরেয় আরণ্যক।
১৪. স্পারসো যে মন্ত্রণালয়ের অধীন -প্রতিরক্ষা মন্ত্রণালয়।
১৫. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলে -বিজু।
১৬.বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় -১৯৭৪ সালে।
১৭.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ-ইরাক।
১৮. দহগ্রাম ছিটমহল যে জেলার অন্তর্গত -লালমনিরহাট।
১৯. বাংলা নববর্ষ পহেলা শৈাখ চালু করেন- সম্রাট আকবর।
২০. ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের দফা ছিল-২১ টি
২১. পারকী সমুদ্র সৈকত অবস্থিত – চট্টগ্রামে।
২২. ময়মনসিংহের পূর্বনাম – নাসিরাবাদ।
২৩. পূর্বাশা দ্বীপের অপর নাম- দক্ষিণ তালপট্টি দ্বীপ।
২৪. সতীদাহ প্রথা বিলোপ করেন – লর্ড উইলিয়াম বেন্টিং।
২৫.অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রী -এ কে ফজলুল হক ।
২৬. জাতীয় সংবিধান দিবস পালিত হয়-৪ নভেম্বর।
২৭. মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় ছিল- কলকাতার থিয়টার রোডে।
২৮. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা -১৩২০ মেগাওয়াট ।
২৯. দেশে প্রধান নদী বন্দর – নারায়ণগঞ্জ।
২.বিলিনিয়া সীমান্ত যে জেলার অন্তর্গত-ফেনী।
৩. ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয়-১৯৬৬সালে।
৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন -এম মনসুর আলী।
৫. দেশে মোট শিক্ষাবোর্ড রয়েছে-১১ টি।
৬. ঢাকার ধোলাই খাল খনন করেন- ইসলাম খান।
৭. ইউনেস্কা সুন্দরবনকে বিশ্ব এতিহ্য হিসেবে ঘোষণা করে-৬ ডিসেম্বর ১৯৯৭ সালে।
৮. দেশের প্রথম ডিজিটাল জেলা – যশোর।
৯. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়- ২৩ শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
১০. সংবিধানের মোট তফসিল সংখ্যা -৭ টি।
১১. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার -কামরুল হাসান ।
১২. বাংলাদেশে ভ্যাট চালু হয় -১ জুলাই ১৯৯১ সালে।
১৩. যে গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় - ঐতরেয় আরণ্যক।
১৪. স্পারসো যে মন্ত্রণালয়ের অধীন -প্রতিরক্ষা মন্ত্রণালয়।
১৫. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলে -বিজু।
১৬.বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় -১৯৭৪ সালে।
১৭.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ-ইরাক।
১৮. দহগ্রাম ছিটমহল যে জেলার অন্তর্গত -লালমনিরহাট।
১৯. বাংলা নববর্ষ পহেলা শৈাখ চালু করেন- সম্রাট আকবর।
২০. ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের দফা ছিল-২১ টি
২১. পারকী সমুদ্র সৈকত অবস্থিত – চট্টগ্রামে।
২২. ময়মনসিংহের পূর্বনাম – নাসিরাবাদ।
২৩. পূর্বাশা দ্বীপের অপর নাম- দক্ষিণ তালপট্টি দ্বীপ।
২৪. সতীদাহ প্রথা বিলোপ করেন – লর্ড উইলিয়াম বেন্টিং।
২৫.অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রী -এ কে ফজলুল হক ।
২৬. জাতীয় সংবিধান দিবস পালিত হয়-৪ নভেম্বর।
২৭. মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় ছিল- কলকাতার থিয়টার রোডে।
২৮. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা -১৩২০ মেগাওয়াট ।
২৯. দেশে প্রধান নদী বন্দর – নারায়ণগঞ্জ।