Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1019
[ভালো করে একবার চোখ বুলিয়ে যাবেন। ইনাশাআল্লাহ ব্রিটিশ শাসনামল নিয়ে সমস্যা থাকবে না]

★ইংরেজ শাসন- ১৭৫৭-১৯৪৭(১৯০ বছর)
★ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন- ১০০ বছর (১৭৫৮-১৮৫৭)
★রানি ভিক্টোরিয়া সরাসরি শাসন শুরু করে- ১৮৫৮ সালে।
★প্রথম গভর্নর- লর্ড ক্লাইভ।
★শেষ ভাইসরয়- লর্ড মাউন্টব্যাটেন।
★মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা- নওয়াব আবদুল লতিফ।
★আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা- সৈয়দ আহমদ খান।
★হিন্দু সমাজ পুনর্জাগরণের অগ্রনায়ক- রাজা রামমোহন রায়।
★মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা- নওয়াব আবদুল লতিফ।(১৮৬৩)
★বক্সারের যুদ্ধ - ১৭৬৪ সালে। মীর কাশিমের সাথে।

★খেলাফত আন্দোলনের নেতা ছিলেন- মাওলানা মুহম্মদ আলী ও শওকত আলী।
★অসহযোগ আন্দোলন- ১৯২০-১৯২২ সাল। নেতৃত্ব দেন- মহাত্মা গান্ধী।
★ভারত ছাড় আন্দোলন- ১৯৪২ সালে। এর নেতৃত্ব দেন- মহাত্মা গান্ধী। অপর নামম- আগস্ট বিদ্রোহ।
★দ্বিজাতিতত্ত্ব এর প্রস্তাবক- মোহাম্মদ আলী জিন্নাহ, ১৯৩৯ সালে।

★মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়- ১৯০৬ সালে। প্রতিষ্ঠাতা - স্যার সলিমুল্লাহ। প্রথম সভাপতি- আগা খান।
★বঙ্গভঙ্গ হয় - ১৯০৫ সালে। তৎকালীন লর্ড- লর্ড কার্জন।
★বঙ্গভঙ্গ রদ হয়- ১৯১১ সালে।
★ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিটি- নাথান কমিশন।
★ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়- ১৮৮৫ সালে।

★ব্রিটিশ আমলে ঢাকা বাংলার রাজধানী হয় - ১ বার(১৯০৫ সালে)
★ঢাকা মোট রাজধানী হয়- ৫ বার

★জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে- ১৯১৯ সালে।
★রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি প্রত্যাখ্যান করেন- জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।

★বৃটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেন- মাস্টারদা সূর্যসেন (চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন- ১৮ এপ্রিল, ১৯৩০) ★মাস্টারদা’কে ফাঁসি দেয়া হয়- ১৯৩১ সালে।
★সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ফাঁসি দেয়া হয়- ক্ষুদিরামকে
★‘প্রীতিলতা ওযাদ্দেদার’ জড়িত ছিলেন- মাস্টারদা সূর্যসেনের সঙ্গে বৃটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে।

★লাহোর প্রস্তাবের প্রবক্তা- এ কে ফজলুল হক (১৯৪০)
★ঋন সালিসী আইন- এ কে ফজলুল হক।

★বাংলার প্রথম মুখ্যমন্ত্রী/অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী- এ কে ফজলুল হক।
★ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

★ভারত-পাকিস্তান বিভক্তির জন্য গঠিত কমিশন- Radcliffe কমিশন।

#গভর্নরবৃন্দ ও তাদের উল্লেখযোগ্য কার্যক্রমঃ

১. লর্ড ক্লাইভ - দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন (মোঘল সম্রাট শাহ আলমের সঙ্গে চুক্তি করেন) ১৭৬৫

২. লর্ড কার্টিয়ার- ’৭৬-র মন্বন্তর ১৭৭০ (১১৭৬বঙ্গাব্দ)

৩. লর্ড ওয়ারেন হেস্টিংস - ১ম গভর্নর জেনারেল দ্বৈত শাসন ব্যবস্থা রহিত ১৭৭২ সালে। তিনি ৫ শালা বন্দোবস্ত ও ১ শালা বন্দোবস্ত চালু করেন।

৪. লর্ড কর্নওয়ালিস- দশশালা বন্দোবস্ত ১৭৯০ সালে।
চিরস্থায়ী বন্দোবস্ত + সূর্যাস্ত আইন ১৭৯৩ সালে। সিভিল সার্ভিস পরীক্ষা শুরু করেন।

৫.লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক - সতীদাহ প্রথা বিলোপ (রাজা রামমোহন রায়) ১৮২৯ সালে। আদালতে আরবির বদলে ফার্সি ভাষা প্রচলন করেন ১৮৩৫ সালে।

৬. লর্ড ডালহৌসি- রেল যোগাযোগ ১৮৫৩ সালে। বিধবা বিবাহ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ১৮৫৬ সালে চালু করেন। স্বত্ববিলোপ নীতি চালু করে।

৭. লর্ড ক্যানিং - কাগজের মুদ্রা প্রচলন করেন ১৮৫৭ সালে। তার আমলে সিপাহী বিদ্রোহ হয় ১৮৫৭ সালে। ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি রাণী ভিক্টোরিয়ার হাতে আসে ১৮৫৮ সালে। পুলিশ সার্ভিস ১৮৬১ সালে ও ১ম বাজেট ১৮৬১ সালে।

৮. লর্ড রিপন- ‘ভারতের বন্ধু’ খ্যাত ১ম আদমশুমারি ১৮৬১ সালে চালু করেন।

৯. লর্ড কার্জন- বঙ্গভঙ্গ করেন। নতুন বাংলা প্রদেশের রাজধানী- ঢাকা ১৯০৫ সালে। বাংলা প্রদেশের ১ম লেফটেন্যান্ট গভর্নর- ব্যামফিল্ড ফুলার ১৯০৫ সালে।

১০. লর্ড হার্ডিঞ্জ (২য়) - বঙ্গভঙ্গ রদ করেন ১৯১১ সালে। রাজধানী কোলকাতা হতে দিল্লীতে স্থানান্তর করেন। হার্ডিঞ্জ ব্রিজ (পদ্মা) ১৯১৫ সালে।

১১. লর্ড লিনলিথগো - ভারত ছাড় আন্দোলন হয় ১৯৪২ সালে তার আমলে। পঞ্চাশের মন্বন্তর ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ)

১২. লর্ড মাউন্টব্যাটেন- সর্বশেষ বৃটিশ গভর্নর।

#উল্লেখযোগ্য আন্দোলনঃ

১. ফকির আন্দোলনঃ নেতৃত্ব দেন- ফকির মজনু শাহ। অন্যান্য- ভবানী পাঠক।

২. তিতুমীরের আন্দোলনঃ তিতুমীর (প্রকৃত নাম- সৈয়দ নিসার আলী)। মৃত্যু- ১৮৩১। ১ম বাঙালি শহীদ। বাঁশের কেল্লা নির্মান করেন - নারিকেলবাড়িয়ায়(ধ্বংস হয়- ১৮৩১ সালে)

৩. ফরায়েজী আন্দোলনঃ হাজী শরীয়তউল্লাহ(শরীয়তপুরে)। তার মারা যাওয়ার পর পরবর্তী নেতা- দুদু মিয়া (হাজী শরীয়তউল্লাহর পুত্র)।

৪. সিপাহী বিদ্রোহঃ ১৮৫৭ শুরু হয়- ব্যারাকপুর থেকে
এনফিল্ড রাইফেলের চর্বির টোটায় গরু ও শূকরের মাংস মেশানোর গুজবে। ফলাফল- ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারত সরাসরি রাণী ভিক্টোরিয়ার শাসনাধীন হয়।

৫. নীল বিদ্রোহঃ অবসান ঘটে ১৮৬০ ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় ১৮ শতকের শেষের দিকে। গুরুত্বপূর্ণ বই(নাটক)- নীল দর্পণ (দীনবন্ধু মিত্র)

৬. চাকমা বিদ্রোহঃ ১৭৭৬-৮৭ সালে। নেতৃত্ব দদেন- জুম্মা খান।

৭. সাঁওতাল বিদ্রোহঃ ১৮৫৫-৫৬ সালে। নেতৃত্ব দেন- ২ ভাই- কানু আর সিদু।

# গোলাম মোর্শেদ #

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]