Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7340
৮১. ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন : শায়েস্তা খান
৮২. বাংলায় নবাবী শাসন শুরু হয় : মুর্শিদকুলী খানের মাধ্যমে
৮৩. মুসলিম শাসনামলে এদেশে অত্যাচার ও লুটপাট করত : বর্গীরা
৮৪. নবাব সিরাজ-উদ-দৌলা সিংহাসনে আরোহন করেন : ১৭৫৬ সালে
৮৫. ‘অন্ধকূপ হত্যা’ কাহিনী তৈরি করেন : হলওয়েল
৮৬. বক্সারের যুদ্ধ সংঘটিত হয় : ১৭৬৪ সালে
৮৭. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগীজ নাবিক ভাস্কো দা গামা : ১৪৯৮ সালে
৮৮. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে : ১৭৬৫ সালে
৮৯. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় : ১৭৮৪ সালে
৯০. মহীশূরের টিপু সুলতান যুদ্ধ করেন : ইংরেজ সেনাপতি ওয়েলেসলির সাথে
৯১. উপমহাদেশে রেল যোগাযোগ চালু করেন : লর্ড ডালহৌসি
৯২. ভারতবর্ষে আদমশুমারি চালু করেন : লর্ড মেয়োর
৯৩. বঙ্গভঙ্গ হয় : ১৯০৫ সালে
৯৪. বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন : লর্ড কার্জন
৯৫. বাংলাদেশের নীল বিদ্রোহের অবসান হয় : ১৮৬২ সালে
৯৬. ১৯৪৭ সালের সীমানা কমিশন পরিচিত : র্যাটক্লিফ কমিশন নামে
৯৭. ব্রিটিশদের বিরুদ্ধে বাঙ্গালিদের প্রথম বিদ্রোহ : ফকির সন্ন্যাসী বিদ্রোহ
৯৮. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনাতা সংগ্রামী : তিতুমীর
৯৯. সিপাহী বিদ্রোহ হয় : ১৮৫৭ সালে
১০০. ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন : এটলি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6 Views
    by rana
    0 Replies 
    859 Views
    by shahan
    0 Replies 
    5 Views
    by rana
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    7 Views
    by rana

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]