- Sat Oct 02, 2021 1:08 pm#7337
• বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম।
• বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন অবস্থিত – গাজীপুর।
• বঙ্গবন্ধু স্যাটেলাইট -এর অরবিটালের অবস্থান – ১১৯.১° পূর্ব দ্রাঘিমাংশ।
• বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয় – ৩ সেপ্টেম্বর ১৯৯২।
• ’তাজিং ডং’ পর্বতশৃঙ্গটি যে জেলায় অবস্থিত – নাফ নদী।
• হিমালয়ের পর্বতমালা থেকে উৎপন্ন বাংলাদেশের নদী – করতোয়া।
• বাংলাশের দীর্ঘতম নদী প্রণালি – সুরমা-মেঘনা নদী প্রণালি।
• সাইক্লোন বা ঘূর্ণিঝড় শব্দটি এসেছে – গ্রিক ’কাইক্লোস’ শব্দ থেকে।
• ভূমিকম্প বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিভাগ – সিলেট।
• পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণির উৎপত্তি হয়েছে – টারশিয়ারি যুগে।
• পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা – ১৬টি।
• বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত হয় – ১৯৭২ সালে।
• ’জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক – জহির রায়হান।
• ’তিন কন্যা’ ছবিটি এঁকেছেন – কামরুল হাসান।
• বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রদান করা হয় – কৃষিক্ষেত্রে অবদানের জন্য।
• প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম- বরিশাল।
• কুমিল্লার ‘ময়নামতির’ অপর দু’টি নাম – হিলটিয়া ও লালমাই।
• বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় – ৩ ডিসেম্বর ১৯৫৫।
• সর্বপ্রথম লালনের গান সংগ্রহ করেন – রবীন্দ্রনাথ ঠাকুর।
• ’নন্দন কানন’ প্রতিষ্ঠা করেন – এস এম সুলতান, নড়াইলে।
• বাংলাদেশের সংবিধান – লিখিত ও দুষ্পরিবর্তনীয়।
• সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় – ৬ এপ্রিল ১৯৭৯।
• পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল – ৩১০টি।
• ’ছয় দফা’ কর্মসূচি ঘোষণা করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
• লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম – হান্টার কমিশন।
• বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন অবস্থিত – গাজীপুর।
• বঙ্গবন্ধু স্যাটেলাইট -এর অরবিটালের অবস্থান – ১১৯.১° পূর্ব দ্রাঘিমাংশ।
• বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয় – ৩ সেপ্টেম্বর ১৯৯২।
• ’তাজিং ডং’ পর্বতশৃঙ্গটি যে জেলায় অবস্থিত – নাফ নদী।
• হিমালয়ের পর্বতমালা থেকে উৎপন্ন বাংলাদেশের নদী – করতোয়া।
• বাংলাশের দীর্ঘতম নদী প্রণালি – সুরমা-মেঘনা নদী প্রণালি।
• সাইক্লোন বা ঘূর্ণিঝড় শব্দটি এসেছে – গ্রিক ’কাইক্লোস’ শব্দ থেকে।
• ভূমিকম্প বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিভাগ – সিলেট।
• পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণির উৎপত্তি হয়েছে – টারশিয়ারি যুগে।
• পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা – ১৬টি।
• বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত হয় – ১৯৭২ সালে।
• ’জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক – জহির রায়হান।
• ’তিন কন্যা’ ছবিটি এঁকেছেন – কামরুল হাসান।
• বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রদান করা হয় – কৃষিক্ষেত্রে অবদানের জন্য।
• প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম- বরিশাল।
• কুমিল্লার ‘ময়নামতির’ অপর দু’টি নাম – হিলটিয়া ও লালমাই।
• বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় – ৩ ডিসেম্বর ১৯৫৫।
• সর্বপ্রথম লালনের গান সংগ্রহ করেন – রবীন্দ্রনাথ ঠাকুর।
• ’নন্দন কানন’ প্রতিষ্ঠা করেন – এস এম সুলতান, নড়াইলে।
• বাংলাদেশের সংবিধান – লিখিত ও দুষ্পরিবর্তনীয়।
• সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় – ৬ এপ্রিল ১৯৭৯।
• পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল – ৩১০টি।
• ’ছয় দফা’ কর্মসূচি ঘোষণা করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
• লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম – হান্টার কমিশন।