Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7164
১. মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধুপ্রতিমরাষ্ট্র ছিল ভারতও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
২. মুক্তিযুদ্ধ চলাকালে চীন ও যুক্তরাষ্ট্র এর অবস্থান ছিল বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে।
৩. মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র।
৪. জাতিসংঘের ভেটো ক্ষমতাসম্পন্ন কয়টি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল? ২ টি
৫. জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র? চীন।
৬. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে? ইউকোসুক।
৭. স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ? উ থান্ড।
৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ?রিচার্ড নিক্সন।
৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন? নিকোলাই পদগর্নি.
১০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রী কে ছিলেন? আদ্রেই গ্রোমিকো।
১১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ?ইন্ডিয়া গান্ধী।
১২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন ?সমর সেন।
১৩. স্বাধীনতা যুদ্ধকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন? অজয় মুখোপাধ্যায়।
১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক ? ডব্লিউ এস ওডারল্যান্ড।
১৫. তিনি কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? হল্যান্ড(উত্তর-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। দেশটিকে অনেক সময় হল্যান্ড (Holland হলান্ট্‌) নামেও ডাকা হয়, যদিও হল্যান্ড মূলত নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম)
১৬. ডব্লিউ এস ওডারল্যান্ড(নেদারল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক)
১৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি ছিলেন? ইতালির নাগরিক।
১৮." Friends of Bangladesh "পুরস্কার কাকে দেওয়া হয়েছে ?ফ্রান্সিস জুলিয়ান (বাংলাদেশের নাগরিকত্ব ও দেয়া হয়েছে একাত্তরে পাকিস্তানিদের আক্রমণে ভারতে আশ্রয় নেয়া শরণার্থীদের সহায়তার মাধ্যমে মুক্তিযুদ্ধের বন্ধু হয়ে ওঠা ব্রিটিশ নাগরিক জুলিয়ান ফ্রান্সিসকে,বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমর্থনে এবং পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার দাবিসহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় জুলিয়ান ফ্রান্সিস এ দেশে বাস করছেন ১৯৯৮ সাল থেকে)
১৯. সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিন্সবার্গ।
২০." দ্যা রেইপ অব বাংলাদেশ "ইজ রিটেন বাই?Anthony Mascarenhas.
২১. The cruel birth of Bangladesh is written by ? আচার্য কে ব্লাড।
২২. মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেন? জর্জ হ্যারিসন ,সাইমন ড্রিং, পণ্ডিত রবিশঙ্কর।
২৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন পাশ্চাত্য শিল্পী বিশেষ ভূমিকা রেখেছিলেন? জর্জ হারিশন।
২৪. ১ আগস্ট ১৯৭১ দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল? নিউইয়র্ক.
২৫. কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী কে? জর্জ হারিশন।
২৬. কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজন কারী জর্জ হ্যারিশন কোন দেশের নাগরিক? যুক্তরাজ্য।
২৭. বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিশন কোন বাদক দলের সদস্য? বিটলস।
২৮. জর্জ হ্যারিসন কারণে বাংলাদেশ সংসদে যোগ দেন ?রবি শংকর।
২৯. রবিশংকর একজন বিখ্যাত? সেতার বাদক।
৩০. সাহিত্যে ২০১৬ সালের নোবেল পুরস্কার প্রাপ্ত লেখক কে? বব ডিলান।
৩১. কোন ধরনের রচনা জন্য বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সংগীত।
৩১. বব ডিলানের আত্মজীবনী ক্রনিকলস: ভলিয়ম ওয়ান প্রকাশ পায় কত সালে?২০০৪
৩২. ১৯৭১ সালের ডিসেম্বরে দুই লক্ষাধিক ভারতীয় সেনা (মিত্রবাহিনী) আমাদের মুক্তি বাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে।উক্ত ভারতীয় সেনা কতদিন বাংলাদেশে অবস্থান করেছিল? প্রায় তিন মাস।

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]