Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7162
১. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে ?কমনওয়েলথ।
২. ১৯৪৯ সালের ২৮ এপ্রিল লন্ডন ঘোষণার মাধ্যমে ব্রিটিশ উপনিবেশ দেশগুলো সমন্বয়ে গঠিত হয় আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন কমনওয়েলথ।
৩. ১৯৭২ সালের ১৮ ই এপ্রিল বাংলাদেশ সংস্থাটির৩২ তম সদস্য হয়।
৪. ১৯৭৩ সালে কানাডার অটোয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথ এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে যোগদান করে।
৫. CPA এর পূর্ণরূপ হল? Commonwealth parliamentary association.
৬. বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে? ১৯৭৪
৭. ৮ ই আগস্ট ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করলে ১০ ই আগস্ট ১৯৭২ চীন ভেটো প্রদান করে বাংলাদেশের বিরুদ্ধে।
৮. পরবর্তীতে ১৯৭৪ সালের ১৭ ই সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে বাংলাদেশ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ।
৯. বাংলাদেশের সাথে আরও দুটি দেশ গ্রানাডা ১৩৭ তম ও গিনিবিসাউ ১৩৮ তম জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
১০. জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান.
১১. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? ২৯ তম।
১২. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? ২৫ শে সেপ্টেম্বর ১৯৭৪।
১৩. বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে? ১৯৮৬।
১৪. জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন? এসএ করিম।
১৫. বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি? রাবাব ফাতেমা।
১৬. বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৮৬ সালে সভাপতিত্ব করে।
১৭. সভাপতিত্ব করেন? হুমায়ুন রশীদ চৌধুরী।
১৮. জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? হুমায়ুন রশীদ চৌধুরী.
১৯. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের ( নিরাপত্তা পরিষদের )সদস্য পদ লাভ করে?২ বার।
- প্রথম ১৯৭৮(১৯৭৯-৮০)
- দ্বিতীয় ১৯৯৯(২০০০-০১)
২০. যে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর বিশ্বের সুনাম অর্জন করেছে ? আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম.
২১. বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? ১৯৮৮.
২২. প্রথমবার বাংলাদেশের নারী পুলিশের টিম জাতিসংঘ মিশনে কোন দেশে যায়? পূর্ব তিমুর।
২৩. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান? প্রথম।
২৪. জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্তমানে কয়টি দেশে কর্মরত আছে? ৮টি।
২৫. জাতিসংঘ মহাসচিব হিসেবে প্রথম কে বাংলাদেশ সফর করেন? কুক ওয়ান্টহেইম।
২৬. জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশ সফর করেন? ২০১১
২৭. জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বাংলাদেশে আসেন? ২০০৮ সালে।
২৮. আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার? ফিদেল কাস্ত্রো.
২৯. বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) এর সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে।
৩০. ওআইসির কততম সম্মেলনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে ?দ্বিতীয়।
৩১. ওআইসি প্রতিষ্ঠিত হয়? ১৯৬৯ সালে।
৩২. বাংলাদেশ কবে আইএমএফ এর সদস্য পদ লাভ করে? ১৯৭২
৩৩. বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে? ১৯৭২
৩৪. বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লু টি ও) এর সদস্য হয়? জানুয়ারি ১৯৯৫
৩৫. বিদেশে বাংলাদেশি মিশনের সংখ্যা ২০২১ সালের মধ্যে ১০০তে উন্নীত করতে সরকার কাজ করছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
৩৬. এখন ৫৮টি দেশে বাংলাদেশের ৭৭টি মিশন রয়েছে।
৩৭. আফ্রিকা মহাদেশের দেশ মরিশাসের রাজধানী পোর্ট লুই-এর একটি সড়ক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে।
৩৮. কোন দেশের একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশে স্ট্রিট? আইভরি কোস্ট.
৩৯. কোন দেশে একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসী বাংলা? আইভরি কোস্ট.
৪০. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত ?লাইবেরিয়া।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]