Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7158
১. বাংলাদেশের জাতীয় প্রতীকে রয়েছে-উভয় পাশ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা,তার শীর্ষদেশে পাট গাছের তিনটি পরস্পর-সংযুক্ত পাতা, তার উভয় পাশে দুটি করে চারটি তারকা।
২. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? ৪ টি।
৩. বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান।
৪. বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন? এ এন এ সাহা।
৫. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকার বর্তমান সবুজের মধ্যে লাল গোলকের ভিতরে আরেকটি প্রতীক ছিল তা ?বাংলাদেশের ম্যাপ।
৬. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? ১০:৬
৭. বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের? পাঁচ ভাগের এক ভাগ.
৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে?৫:৩:১
৯. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান।
১০. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ১৭ ই জানুয়ারি ১৯৭২।
১১. জাতীয় পতাকার বিধি কোন সালে প্রণীত। হয়?১৯৭২।
১২. বাংলাদেশের জাতীয় সংগীতের মূল সূরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি কে? গগন হরকরা।
১৩. বাংলাদেশের জাতীয় সংগীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? বাউল.
১৪. বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধান ভাবে আছে? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।
১৫. বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয় বাংলা কত সনে ? ১৩১২সনে।
১৬. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশ হয়? ১৯০৫ সালে।
১৭. বাংলাদেশের জাতীয় সংগীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন।
১৮. বাংলাদেশের জাতীয় সংগীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? গীতবিতান।
১৯. রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে? ৩ মার্চ ১৯৭১।
২০. আমার সোনার বাংলা কবিতাটি তে কয়টি চরণ আছে? ২৫ টি।
২১. বাংলাদেশের জাতীয় সংগীতের মূল কবিতার কোন অংশে ?প্রথম দশ চরন।
২২. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ?প্রথম চারটি।
২৩. শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় ?দেশাত্মবোধক সৃষ্টির লক্ষ্যে।
২৪. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান।
২৫. কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। (কারো কারো মতে শ্রীলংকার জাতীয় সংগীত রচনা করেছেন আনন্দ সামারাকুন যিনি রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়েছিলেন)
২৬. ২০১৪ সালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সংগীত গেয়ে ছিল? ২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন।
২৭. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম।
২৮. বাংলাদেশের রণ সংগীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? সন্ধ্যা।
২৯. বাংলাদেশের রণসংগীত সর্বপ্রথম প্রকাশিত হয়? শিখা পত্রিকায়।
৩০. বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা কে? সেলিনা রহমান।
৩১. বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার এর নাম কি? খন্দকার নুরুল আলম।
৩২. শাপলা বাংলাদেশের জাতীয় ফুল কারণ? বাংলাদেশে প্রচুর পরিমাণ শাপলা জন্মে।
৩৩. বাংলাদেশ জাতীয় জাদুঘর কত সালে স্থাপিত হয়? ১৯১৩ সালে।
৩৪. জাতীয় জাদুঘর এর পূর্ব নাম কি ছিল? ঢাকা জাদুঘর।
৩৫. জাতীয় জাদুঘরের স্থপতি কে ?মইনুল হোসেন।
৩৬. জাতীয় সমাজসেবা দিবস কবে? ২ জানুয়ারি।
৩৭. ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি? ২৮ ফেব্রুয়ারি।
৩৮. বিশ্ব ডায়াবেটিস দিবস?১৪ ই নভেম্বর।
৩৯. নিরাপদ মাতৃত্ব দিবস? ২৮ মে।
৪০. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? ২ ফেব্রুয়ারি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    315 Views
    by shahan
    0 Replies 
    1520 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4749 Views
    by bdchakriDesk
    0 Replies 
    5111 Views
    by bdchakriDesk
    0 Replies 
    507 Views
    by bdchakriDesk

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]