- Sat May 08, 2021 3:30 pm#7142
নতুন নামে তথ্য মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি Rules of Business, 1996 - এর সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ কনে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ । ইংরজিতে Ministry of Information and Broadcasting । ১৫ মার্চ ২০২১ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ।
IVI চুক্তি অনুসমর্থন
২৮ অক্টোবর ১৯৯৬ UNDP’র উদ্যোগে দক্ষিণ কোরিয়া সিউলে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (IVI) প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় । চুক্তি অনুযায়ী ৯ অক্টোবর ১৯৯৭ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় IVI । বাংলাদেশ IVI’র প্রতিষ্ঠার চুক্তটি করলেও পূর্ণ সদস্যপদ লাভের জন্য ২২ ফেব্রুয়ারি ২০২১ মন্ত্রিসভার বৈঠকে ঐ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয় ।
পটুয়াখালীতে দেশের বৃহত্তম ইপিজেড
পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়অপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায় প্রায় ৫০০ একর জমিতে নির্মাণ করা হবে দেশেল বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) । বর্তমানে দেশের বৃহত্তম ইপিজেড হলেণা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলার দক্ষিণ হালিশহরে অবস্থি EPZ, যার আয়তন ৪৫৩ একর ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি Rules of Business, 1996 - এর সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ কনে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ । ইংরজিতে Ministry of Information and Broadcasting । ১৫ মার্চ ২০২১ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ।
IVI চুক্তি অনুসমর্থন
২৮ অক্টোবর ১৯৯৬ UNDP’র উদ্যোগে দক্ষিণ কোরিয়া সিউলে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (IVI) প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় । চুক্তি অনুযায়ী ৯ অক্টোবর ১৯৯৭ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় IVI । বাংলাদেশ IVI’র প্রতিষ্ঠার চুক্তটি করলেও পূর্ণ সদস্যপদ লাভের জন্য ২২ ফেব্রুয়ারি ২০২১ মন্ত্রিসভার বৈঠকে ঐ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয় ।
পটুয়াখালীতে দেশের বৃহত্তম ইপিজেড
পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়অপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায় প্রায় ৫০০ একর জমিতে নির্মাণ করা হবে দেশেল বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) । বর্তমানে দেশের বৃহত্তম ইপিজেড হলেণা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলার দক্ষিণ হালিশহরে অবস্থি EPZ, যার আয়তন ৪৫৩ একর ।