Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7134
খেলোয়াড় বঙ্গবন্ধু
বঙ্গবন্ধুর প্রিয় খেলা ছিল ফুটবল । স্কুল জীবনে তিনি গোপালগঞ্জ জেলা ফুটবল দলে নাস লিখিয়েছিলেন । ১৯৪০-৪৮ সাল পর্যন্ত তিনি টানা ৮ বছর ঐ সময় দেশের সের ফুটবল ক্লাব ঢাকা ওয়ান্ডারার্সের জার্সি গায়ে স্ট্রাইকার পজিশনে খেলেছেন । ১৯৪৩ সালে বগুড়ায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে তার অধিনায়কত্বে শিরোপাও জিতেছিল ওয়ান্ডার্স ।
’মুজিব ১০০ অ্যাপ’ উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও সংগ্রামী জীবনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরতে ১৪ মার্চ ২০২১ ‘মুজিব ১০০’ অ্যাপ উদ্বোধন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিভাগের উদ্যোগে (mujib100.gov.bd) নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয় । ‘মুজিব ১০০’ অ্যাপটি ওই ওয়েবসাইটের একটি মোবাইল সংস্করণ । বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেওয়া সমস্ত ভাষণ , বঙ্গবন্ধুর লেখা বই এবং বঙ্গবন্ধুর জীবনের নান ঘটনা প্রবাহ নিয়ে সাজানো টাইমলাইসহ নান কন্টেন্ট নিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপ । বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি ।

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]