Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7133
কম্বলচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ১৭ মার্চ ২০২১ নিজেদের কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করেন কারাবন্ধীরা । বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের জন্য এ উদ্যোগ নেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীর । কেন্দ্রীয় কারাগারের মাঠে ১০০ জন কারাবন্দী বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানান ৭১৪টি কম্বল দিয়ে । দুই দিনের পরিশ্রমের পরে ২২০ ফুট দৈর্ঘ্য ও ৩৫,২০০ বর্গফুটের বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করেন তারা ।
চবি’র বঙ্গবন্ধু চেয়ার
২৭ ফেব্রুয়ারি ২০২১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে দুই বছরের জন্য নিয়োগ লাভ করেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ড.মুনতাসীর মামুন । যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে ।
বঙ্গবন্ধু অভিনীত চলচ্চিত্র
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে সিনেমাতে অভিনয় করেছেন । চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধবিষয়ক ‘সংগ্রাম’ নামের এ চলচ্চিত্রেছোট একটি ভুমিকায় হাজির হয়েছিলেন তিনি । সুচন্দা , খসরু ও বঙ্গবন্ধু অভিনীত ‘সংগ্রাম’ চলচ্চিত্রটি মুকিত্ পায় ১৯৭৪ সালে ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]