Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7128
৫০ বছরে ৬ দেশের উত্তরণ
১৯৭১ সালের পর এই পর্যন্ত মোট ৬টি দেশ LDC থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে । দেশগুলোর মধ্যে বতসোয়ানা ও নিরক্ষীয় গিনি শুধু মাথাপিছু আয় দ্বিগুণ করে LDC থেকে বের হয়েছে । অন্য দুটি সূচকে কখনোই নির্ধারিত মান অর্জন করতে পারেনি । আবার মালদ্বীপ , মামোয়া , কেপভার্দে ও ভানুয়াতু - এ চারটি দেশ অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে মান অর্জন করতে পারেনি ।
দেশ - বতসোয়ানা, অন্তর্ভুক্তি - ১৯৭১, উত্তরণ - ১৯.১২.১৯৯৪
দেশ - কেপভার্দে, অন্তর্ভুক্তি - ১৯৭৭, উত্তরণ - ২০.১২.২০০৭
দেশ - মালদ্বীপ, অন্তর্ভুক্তি - ১৯৭১, উত্তরণ - ০১.০১.২০১১
দেশ - সামোয়া, অন্তর্ভুক্তি - ১৯৭১, উত্তরণ - ০১.০১.২০১৪
দেশ - নিরক্ষীয় গিনি, অন্তর্ভুক্তি - ১৯৮২, উত্তরণ - ০৪.০৬.২০১৭
দেশ - ভানুয়াতু, অন্তর্ভুক্তি - ১৯৮৫, উত্তরণ - ০৪.১২.২০২০

LDC - তে অন্তর্ভুক্তি ও উত্তরণ
স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুকিত্র বা উত্তরণের সূচকগুলো হচ্ছে - তিন বছরের গড় মাথাপিছু মোট জাতীয় আয় (GNI), পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও শিক্ষার হারের সমন্বয়ে তৈরি মানব সম্পদ সূচক (HAI) এবং প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্বাবাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI) । একটি দেশ যেকোনো দুটি সূচকঅর্জণ করতে পারলে LDC থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে । তবে ইচ্ছে করলে যেকোনা দেশ শুধু মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে (LDC) থেকে বেরিয়ে আসার আবেদন করতে পারে । সেক্ষেত্রে ঐ দেশটির মাথাপিছু জাতীয় আয় মূল্যায়নের নির্ধারিত বছরে প্রয়োজনীয় আয়ের দ্বিগুণ অর্থাৎ, ২,৪৪৪ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি হতে পারে ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]