Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7127
বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ
LDC
LDCs’র পূর্ণরূপ Least Development Countries , যার বাংলা স্বল্পোন্নত দেশসমূহ । স্বল্পোন্নত দেশের ধারণাটি আসে ষাটের দশকে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেটনা করে উন্নয়নশীল ও উন্নত এই দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে । তবে উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল , তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা হয় । ১৮ নভেম্বর ১৯৭১ জাতিসংঘের এক প্রস্তাবের মাধ্যমে LDC গ্রুপ গড়ে ওঠে । ১৯৭১ সালে প্রথম ২৫টি স্বল্পোন্নত দেশের তালিকা তৈরি করা হয় । উল্লেক্য , স্বল্পোন্নত দেশগুলোও ক্নিতু উন্নয়শীল দেশ । মূলত , এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে , সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোকে কিছু বাজার সুবিধা দেওয়া হয় । এর মধ্যে অণ্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা । সর্বশেষ ২০১২ সালে LDC - তে যুক্ত হয় দক্ষিণ সুদান । বর্তমানে বিশ্বে ৪৬টি স্বল্পোন্নত দেশ রয়েছে ।
CDP
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত Committee for Development Policy (CDP) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজি পরিষদের (ECOSOC) একটি সহযোগী স্বাধীন ফোরাম । CDP স্বল্পোন্নত দেশগুলোর অুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি পরামর্শ দিয়ে থাকে । CDP’র সদস্য সংখ্যা ২৪ । এই কমিটি স্বল্পোন্নত দেশ চিহ্নিত করে । এ জন্য তিন বছর পরপর LDC-ভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয় । কোনো দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য CDP প্রথমে ECOSOC - এ সুপারিশ পাঠায় । এরপর ECOSOC তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে (UNGA) অনুমোদনের জন্য পাঠায় । CDP’র চূড়ান্ত সুপারিশের তিন বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয় ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]