Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7126
২৫ ফেব্রুয়ারি
১৯৬৬ : চট্টগ্রামের লালদিঘী ময়দানে প্রাদেশিক আওয়ামী লীগের শ্রম সম্পাদক জহুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সফায় ছয় দফা তুলে ধরেন শেখ মুবিুর রহমান ।
১৯৭২ : পাকিস্তানে অবস্থানরত বাঙালিদের ওপর নির্যাতন বন্ধ করতে পাকিস্তানি কর্তৃপক্ষকে রাজি করানোর উদেশ্যে বন্ধু দেশসমূহের প্রধানদের নিকট আবেদন জানান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
১৯৭৪ : লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলন শেষে দেশে ফিরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
২৬ ফেব্রুয়ারি
১৯৭১ : রাওয়ালপিন্ডি থেকে ফিরে এস গভর্নর এস এম আহসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দু’বার দেখা করেন ।
১৯৭২ : যমুনা নদীর ভাঙর থেকে জনপদরক্ষায় দীর্ঘ বাঁধের কাজ কোদাল দিয়ে মাটি কেটে উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । এই বাঁধটি ‘মুজিব বাঁধ’ নামে পরিচিত ।
২৭ ফেব্রুয়ারি
১৯৬৭ : ২৯ মার্চ ১৯৬৪ রাষ্ট্রদ্রোহী বক্তৃতা করেন - এ অভিযোগে ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এম এস খানের আদালত শেখ মুজিবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ।
২৮ ফেব্রুয়ারি
১৯৭২ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে গৃহীত হয় বাংলাদশেল জাতীয় প্রতীক - পানিতে ভাসমান শাপলা ফুল । দুই পাশে দুটি ধানের শীষ । শাপলার ওপরের দিকে তিনটি পাট পাতা । পাট পাতার দুই পাশে দুটি করে চারটি তারা । চারটি তারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি ।
১৯৭২ : চারদিনের রাষ্ট্রীয় সফরে সোভিয়েত ইউনিয়নের উদ্দেশ্যে এরোফ্লোটের বিশেষ বিমানে মস্কোর উদ্দেশ্যে তেজগাঁও বিমানবন্দর ত্যাগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । এটা বঙ্গবন্ধুর দ্বিতীয় বিদেশ সফর ।
২৯ ফেব্রুয়ারি
১৯৬৪ : কুমিল্লা টাউন হলে আয়োজিত জেলা আওয়ামী লীগের কর্মী সম্মেলনে শেখ মুজিবর রহমান বলেন , ‘সুষ্ঠু রাজনৈতিক দলের মাধ্যমেই জনসাধারণের ন্যায্য দাবী-দাওয়া আদায় করা যেতে পারে । আমরা নিম্নতম কর্মসূচির ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সাথে একযোগে কাজ করার পক্ষপাতী ।’

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]