Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7088
১. হাওড় হলো সাগর সদৃশ পানির বিস্তৃত প্রান্তর।
২. বাংলাদেশের হাওর অঞ্চল বলতে বোঝায়? বৃহত্তম সিলেট ও বৃহত্তর ময়মনসিংহ।
৩. বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি জেলায় হাওড়গুলো অবস্থিত।
৪. কিশোরগঞ্জকে বলা হয় হাওর এলাকার গেটওয়ে
৫. বাংলাদেশের মোট হাওড় রয়েছে? ৪২৩ টি।
৬. বাংলাদেশের বৃহত্তম হাওর?
উ: হাকালুকি হাওর (মৌলভীবাজার ও সিলেটে)
৭. টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?
উ: সুনামগঞ্জে.
৮. টাঙ্গুয়ার হাওরের স্থানীয় নাম?
উ: নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল।
৯. টাঙ্গুয়ার হাওর কে ২০০০ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
১০. হাইল হাওর কোথায় অবস্থিত ?
উ: মৌলভীবাজার।
১১. দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম?
উ: হাইল হাওর.
১২. বাংলাদেশের কোন অঞ্চল হাওর বাওর এ ঘেরা?
উ: কিশোরগঞ্জ সুনামগঞ্জ.
১৩. নদীর গতিপথ পরিবর্তিত হওয়া অথবা জলাধারর কোন অংশের উৎসমুখ পলি কণা দিয়ে ভরাট হয়ে মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় জেরক্স সৃষ্টি হয় তাকে বাওড় বলে।
১৪. বাংলাদেশের বৃহত্তম বাওড়?
উ: পোরাপারা,৭৩ হেক্টর (মহেশপুর ,ঝিনাইদহ)
১৫. বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও আসামে বিস্তীর্ণ আবদ্ধ স্বাদুপানির জলাশয়কে বিল বলা হয়।
১৬. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিল?
উ: চলনবিল.
১৭. চলনবিল বিস্তৃত?
উ: পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার।
১৮. চলন বিলের আয়তন?
উ: ১১৫০ বর্গ কিলোমিটার।
১৯. চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?
উ: আত্রাই।
২০. বিল ডাকাতিয়া অবস্থিত-খুলনা জেলার ডুমুরিয়া (এটি পশ্চিমা বাহিনীর নদী নামে অভিহিত)
২১. সীমান্তবর্তী কোন ভিলেন নামে বাংলাদেশের স্থল বন্দরের নাম?
উ: তামাবিল.
২২. ভবদহ বিল?
উ: যশোরে
২৩. ভূ বেষ্টিত লবণাক্ত বা বৃষ্টি স্থির পানির বা জলের বড় আকারের জলাশয় কে হ্রদ বলে।
২৪. চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত কৃত্রিম হ্রদ?
উ: ফয়েজ লেক।
২৫. দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম এবং বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র?
উ: কাপ্তাই হ্রদ, রাঙ্গামাটি।
২৬. হ্রদের জেলা বলা হয়?
উ: রাঙ্গামাটি কে।
২৭. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক?
উ: মহামায়া লেক (চট্টগ্রাম)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    372 Views
    by apple
    0 Replies 
    602 Views
    by romen
    0 Replies 
    701 Views
    by romen
    0 Replies 
    518 Views
    by romen
    0 Replies 
    14 Views
    by raja

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]