Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7072
১. জলপ্রপাত হলো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে প্রকৃতিগতভাবে বহমান জলের প্রবল বেগে পতন।
২. বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত?
উ: মাধবকুণ্ড জলপ্রপাত।
৩. মাধবকুণ্ড জলপ্রপাত এর অবস্থান?
উ:সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।
৪. মাধবকুণ্ড জলপ্রপাতের উৎপত্তি?
উ: পাথুরিয়া পাহাড় থেকে.।
৫. মাধবকুণ্ড জলপ্রপাতের পানি কত ফুট উপর থেকে নিচে পতিত হয়?
উ: ২৫০ ফুট।
৬. হামহাম জলপ্রপাত এর অবস্থান?
উ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়।
৭. ২০১০ সালে পর্যটন গাইড শ্যামল দেববর্মা দুর্গম জঙ্গল এটি আবিষ্কার করেন।
৮. বাংলাদেশের শীতল পানির জন্য রয়েছে?
উ: কক্সবাজার হিমছড়ি পাহাড়।
৯. বাংলাদেশ গরম পানির ঝর্ণা রয়েছে?
উ: চট্টগ্রামের সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়ে।
১০. শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত?
উ: রাঙ্গামাটি।

"বঙ্গোপসাগর"
১. বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বিশাল বিস্তৃত জলরাশি বঙ্গোপসাগর।
২. বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর।
৩. বঙ্গোপসাগরের অবস্থান?
উ: ভারত উপসাগরের উত্তরের অংশবিশেষ।
৪. সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে?
উ: বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
৫. বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট?
উ: ৮৫০০ফুট।

"কক্সবাজার সমুদ্র সৈকত"
১. কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত।
২. ক্যাপ্টেন হিরাম কক্স এর নাম অনুসারে কক্সবাজার নামকরণ করা হয়।
৩. বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়?
উ: কক্সবাজারকে।
৪. কক্সবাজার সমুদ্র সৈকতের উল্লেখযোগ্য কিছু স্থান?
উ: লাবনী পয়েন্ট ,হিমছড়ি, ইরানি ,সাবরাং।
৫. ইনানি বিচ কিসের জন্য বিখ্যাত?
উ:সোনালী বালু ও পরিস্কার পানি এবং ব্ল্যাক-গোল্ড জিরকন(কালো সোনা বা ব্ল্যাক গোল্ড হল কিছু মিশ্রিত তেজস্ক্রিয় খনিজ পদার্থ যেমন –জিরকন, ইলমেনাইট, রুটাইল, গার্নেট, ম্যাগনেটাইট, মোনাজাইট ইত্যাদি। কক্সবাজার সুবিশাল সমুদ্র সৈকতে রয়েছে অফুরন্ত কালো সোনা বা ব্ল্যাক গোল্ড)
৬. বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে থেকে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?
উ: কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী।
৭. বাংলাদেশের অত্যাধুনিক হোটেল হলিডে হোমস কোথায় অবস্থিত?
উ: কুয়াকাটা।
৮. কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত?
উ: ১৮ কি. মি.
৯. কক্সবাজার সমুদ্র সৈকতের আয়তন?
উ: ১২০ কি. মি.
১০. পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
উ: চট্টগ্রাম।
১১. পারকি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ?
উ: চট্টগ্রাম।
১২. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশ সাগর কন্যা বলা হয়?
উ: কুয়াকাটা।

    -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

    ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

    -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

    -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]