Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7069
১. বাংলাদেশের সর্বশেষ ভূমি অডিয়েন্স কত সালে করা হয়?
-১৯৮৪।
২. ১৯৭২ সালে ভূমি সংস্কারের কৃষি জমির মালিকানা সর্বোচ্চ সীমা কত বিঘা রাখা হয়?
-১০০ বিঘা।
৩. ১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশ অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ কত বিঘা জমির মালিক হতে পারে?
-৬০ বিঘা।
৪. বাংলাদেশে কত বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করা হয়েছে?
-২৫ বিঘা।
৫. বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান।
৬. যেসকল কৃষকের নিজেদের জমির পরিমাণ এক একর এর নিচে তাদেরকে কি বলে?
-ভূমিহীন চাষী।
৭. BADC এর পূর্ণরূপ?
-Bangladeshi agricultural development corporation.
৮. প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান?
- বিএডিসি।
৯. BARI এর পূর্ণরূপ কি?
-Bangladeshi agricultural research institute
১০. রিবন রেটিং কি?
-পাট পচানোর পদ্ধতি(যেসব অঞ্চলে পাট কাটার সময় পাট পচানোর জন্য প্রয়োজনীয় পানি থাকে না সেসব অঞ্চলে অপর্যাপ্ত পানি থাকলে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানো যায়।)
১১. ব্যাকটেরিয়া, পেঁপে ,রাবার ,ছত্রাক এর জীবন রহস্য উন্মোচন করেন?
-ডক্টর মাকসুদুল আলম.
১২. পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন?
-ডক্টর মাকসুদুল আলম.
১৩. বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত?
- গাজীপুর।
১৪. ধান গবেষণা ইনস্টিটিউট সংক্ষিপ্ত নাম কি?
-বারি।
১৫. BARRI stands for?
-Bangladesh rice research institute .
১৬. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-গাজীপুর জেলার জয়দেবপুর।
১৭. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ময়মনসিংহ
১৮. DAE বাংলাদেশ সরকারের কি বিষয়ক সংস্থা?
- কৃষি বিষয়ক সংস্থা।
১৯. DAE Stands for?
-Department of agricultural extension.
২০. ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত?
-ঈশ্বরদী ,পাবনা।
২১. বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্রের অবস্থান?
-বগুড়া জেলায়।
২২. বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট আছে?
- রাজশাহী.
২৩. দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?
-চট্টগ্রামে।
২৪. কোন জেলাকে শস্যভান্ডার বলা হয়?
-বরিশাল জেলাকে।
২৫. বাংলাদেশ রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
-দিনাজপুর জেলাকে।
২৬. জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়?
-১৫ ই নভেম্বর।
২৭. জাতীয় কৃষি দিবস?
-পহেলা অগ্রহায়ণ।
২৮. কৃষির রবি মৌসুম কোনটা?
-কার্তিক- ফাগুন।
২৯. রবি শস্য বলতে কী বোঝায়?
-শীতকালীন শস্য।
৩০. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন খাদ্য উপাদান টি লাভ করে ?
-নাইট্রোজেন।
৩১. ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ?
-৪৪-৪৬ শতাংশ।
৩২. ইউরিয়া সারের প্রধান কাজ কি?
-গাছকে সবুজ ও সতেজ করা।
৩৩. ইউরিয়া সার মিশ্রিত খড় খাওয়ানো গরু মোটাতাজা হয় কেন?
-ইউরিয়া মিশ্রিত সারে আমিষ উদপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে।
৩৪. বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি করা হয়?
- ২০১৯ সালে।
৩৫. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
-পানিসেস।
৩৬. জুম চাষ হল?
-পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি বা চাষাবাদ।
৩৭. ধইঞ্চার আঁশ থেকে কাগজ তৈরি এর উদ্ভাবক?
-শেখ আব্দুল হাছির।
৩৮. পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন এর উদ্ভাবক?
-ডক্টর কামরুল আলম খান।
৩৯. ইলিশের জীবনরহস্য উন্মোচন করেন?
-ঢাবি ও বাকৃবির গবেষক দল।
৪০. স্বর্ণা সার আবিষ্কারক?
- ডঃ সৈয়দ আব্দুল খালেক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1997 Views
    by tamim
    0 Replies 
    2423 Views
    by sajib
    0 Replies 
    2414 Views
    by rajib
    0 Replies 
    1377 Views
    by shohag
    0 Replies 
    2009 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]