Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7005
১. বাংলাদেশ পুলিশে প্রথম নারী সদস্য নিয়োগ দেওয়া হয় - ১৯৭৪ সালে।
২. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন - এ. এইচ. এম .কামরুজ্জামান।
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় - ৩ মার্চ ১৯৭১।
৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অভিভাবক - সুপ্রিমকোর্ট।
৫. মাত্র ১টি করে সংসদীয় আসন রয়েছে - রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে।
৬. বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত- আগারগাঁওয়ে।
৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যে দেশের সহায়তায় নির্মিত হয় - ফ্রান্স।
৮. ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ প্রত্যাহার করা হয় - ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
৯. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক ‘বলাকা’র নকশা করেন - কামরুল হাসান।
১০. ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত হয় - ১২ ডিসেম্বর।
১১. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন- জহির রায়হান।
১২. বিশ্ব ঐতিহ্য তালিকায় সুন্দরবনের অবস্থান - ৭৯৮তম।
১৩.প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর অবস্থিত - মহাস্থানগড়, বগুড়া।
১৪. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন- লর্ড ক্যানিং।
১৫. বাংলাদেশের প্রথম ভ্যাট (VAT) চালু হয়- ১৯৯১ সালে।
১৬. মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয়গাঁথা’ অবস্থিত - রংপুর সেনানিবাসে।
১৭. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে - ভৈরব বাজারে।
১৮. বাংলাদেশে রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম - বঙ্গভবন।
১৯. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত যে নরগোষ্ঠীর অন্তর্গত - নর্ডিক।
২০. বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয় - হুসেন শাহী আমলে।
২১. ফল গবেষণা কেন্দ্র অবস্থিত - রাজশাহীতে।
২২. অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় - ১৮৭২ সালে।
২৩. ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রাক্কলিত জিডিপির পরিমাণ - ৮.৫১ শতাংশ।
২৪. বর্তমানে দেশে বেসরকারি (EPZ)-এর সংখ্যা- ২টি।
২৫. সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন- ৯৩নং অনুচ্ছেদ।
২৬. সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় - সপ্তম সংসদে।
২৭. সংবিধানের যততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয় - দ্বাদশ সংশোধনী।
২৮. বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যুহার - ২১ জন (প্রতি হাজারে)।
২৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদক প্রদান করে - বিশ্ব শান্তি পরিষদ।
৩০. A Short History of Saracens বইয়ের লেখক - সৈয়দ আমির আলী।
৩১. বাংলাদেশের যে ক্রীড়া ব্যক্তিত্ব গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান লাভ করেছেন - জোবেরা রহমান লিনু।
৩২. ‘কখনো আসেনি’ চলচ্চিত্রের পরিচালক - জহির রায়হান।
৩৩. ম্যাগসেসে পুরস্কার বিজয়ী প্রথম বাংলাদেশি - তাহেরুন্নেসা আবদুল্লাহ।
৩৪. ‘মুজববর্ষের থিম সং’এর গীতিকার - ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    80 Views
    by shahan
    1 Replies 
    838 Views
    by tasnima
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]