Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6979
১. ফা-হিয়েন যার শাসনামলে বাংলায় আসেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
২. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা- ধর্মপাল।
৩. মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত - করতোয়া।
৪. সমগ্র বাংলার প্রথম মুসলিম অধিপতি - শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৫. পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় - ১৫৫৬ সালে।
৬. কলকাত নগরীর প্রতিষ্ঠাতা - জব চার্নক।
৭. ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় - ২৩ মার্চ ১৯৪০।
৮. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা - আব্দুল গাফফার চৌধুরী।
৯. ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করা হয় - ৭ জুন।
১০. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধ ‘ উপাধি দেওয়া হয় - ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।
১১. “এদেশের মানুষ চাই না, মাটি চাই” উক্তিটি করেন - ইয়াহিয়া খান।
১২. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে ফোর্স গঠন করা হয়েছিল - ৩টি।
১৩. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি - তানভীর করিম।
১৪. অর্থনৈতিক সমীক্ষা - ২০২০ অনুযায়ী, বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান - ১৩.৩৫%।
১৫. শীতকালীন শস্যকে বলা হয় - রবিশস্য।
১৬. বঙ্গবন্ধু যত বিঘা পর্যন্ত জমির খাজনা রহিত করেন - ২৫ বিঘা।
১৭. মোট ইলিশের যত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় - ৮৬ শতাংশ।
১৮. মসলা গবেষণা কেন্দ্র অবস্থিত - বগুড়া।
১৯. বর্ণালি ও শুভ্রা উন্নত জাতের - ভুট্টা।
২০. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় - ২ ডিসেম্বর ১৯৯৭।
২১. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, দেশে সাক্ষরতার হার - ৭৪.৪%।
২২. নিপোর্ট (NIPPORT) হলো - জনসংখ্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।
২৩. বাংলাদেশে সবচেয়ে বড় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী - চাকমা।
২৪. জলকেলি উৎসব মূলত - রাখাইনদের।
২৫. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের নাম - নাথান কমিশন।
২৬. ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স’ গ্রুপের কো-চেয়ার নির্বাচিত হন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭. অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী, দেশের মাথাপিছু জিডিপি - ১৯৭০ মার্কিন ডলার।
২৮. ২০২০-২১ অর্থবছরে মুদ্রাস্ফীতির হার - ৫.৪%।
২৯. বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত - গাজীপুরে।
৩০. ২০২০-২১ অর্থবছরের বাজেটের স্লোগান - অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা।
৩১. এনজিওবিষয়ক ব্যুরো যে মন্ত্রণালয়ের অধীন - প্রধানমন্ত্রীর কার্যালয়।
৩২. বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে যে সংস্থা - পরিকল্পনা কমিশন।
৩৩. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল - ২০২১-২০২৫।
৩৪. বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার - যুক্তরাষ্ট্র।
৩৫. দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে - কক্সবাজারের মাতারবাড়িতে।
৩৬. বর্তমানে দেশে নদীবন্দর হলো - ৩৫টি।
৩৭. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংবিধানের যে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে - পঞ্চম তফসিলে।
৩৮. বাংলাদেশ সংবিধানের অভিভাবক - সুপ্রিমকোর্ট।
৩৯. দেশে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় - ১১ জানুয়ারি ১৯৭২।
৪০. ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে - ৭(১) নং অনুচ্ছেদে।
৪১. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে - ১৭টি।
৪২. বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল - ৩৯টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16112 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]