Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6963
১. বিশ্বে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে।
-পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা।
-বাংলাদেশ মিশ্র অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান।
২. বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থা চালু হয় ১৯৯১ সালের ১ জুলাই ।
৩. একটি অর্থবছরে দেশের অভ্যন্তরে দেশীয় বা বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিই GDP(Gross Domestic Product) বা মোট দেশজ উৎপাদন বলে।
৪. একটি অর্থবছরে দেশের ভেতরে বা বাইরে দেশীয় নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য বা সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে GNP(Gross national product) বা মোট জাতীয় উৎপাদন বলে।
৫. দেশের মোট জাতীয় আয় কি ওই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাই মাথাপিছু আয় ।
৬. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার।
৭. মাথাপিছু জিডিপি ১৯৭০ মার্কিন ডলার।
৮. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি ৫.২৪
-জাতীয় বাজেট অনুসারে জিডিপি প্রবৃদ্ধি ৮.২
৯. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী জিডিপি তে
-কৃষির অবদান ১৩.৩৫%
-শিল্পের অবদান ৩৫.৩৬%
-সেবা খাতের অবদান ৫১.৩০%
১০. বাংলাদেশের জিডিপির প্রধান খাত হল সেবা খাত।
১১. জিডিপির আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র।
১২. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ১৫ টি খাতে ভাগ করা হয়।
১৩. খাজনা তত্ত্বের প্রবক্তা ডেভিড রিকার্ডো।
১৪. সামাজিক চয়ণ তত্ত্বের প্রবক্তা অমর্ত্য সেন।
১৫. মজুরের উদ্ধৃত মূল্য তত্ত্বের প্রবক্তা কাল মার্কস।
১৬. বিশ্বগ্রাম তত্ত্বের প্রবক্তা মার্শাল ম্যাকলুহান।

বাংলাদেশের রাজস্বনীতি
১. জাতীয় রাজস্ব আদায়ের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২. জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে রাস্ট্রপতির ৭৬নং আদেশ বলে।
৩. সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে সরকারি কর্তৃপক্ষকে প্রদেয় মূল্য কর।
-কর সাধারণত দুই প্রকার। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর।
-আয়কর, সম্পত্তি কর, ভূমিকর প্রত্যক্ষ কর।
-মূল্য সংযোজন কর, বিক্রয় কর, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক পরোক্ষ কর।
৪. কর বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের অধীনে।
৫. আয়কর হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর ধার্যকৃত কর।
৬. মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১।
৭. আয়কর রিটার্ন হলো করদাতা তার আয়ের যাবতীয় উৎস থেকে অর্জিত আয় এবং উক্ত আয়ের উপর তাদের করের পরিমাণ উল্লেখ করে আয়কর বিভাগ নির্দিষ্ট ছকে যে বিবরণী দাখিল করে।
৮. Customs Duty হল আমদানি ও রপ্তানি কৃত দ্রব্যের উপর আরোপিত কর।
৯. কর পরিষদের অনলাইন ভিত্তিক নতুন পদ্ধতি ই-পেমেন্ট উদ্বোধন করা হয় ২০১২ সালে।

পঞ্চবার্ষিকী পরিকল্পনা
১. পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন।
২. বাংলাদেশের পর্যন্ত দশটি উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়েছে।
-যার মধ্যে সাতটি পঞ্চবার্ষিকী, একটি দ্বি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এবং দুইটি দারিদ্র বিমোচন কৌশলপত্র।
৩. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী।
৪. পরিকল্পনা কমিশনের সদর দপ্তর আগারগাঁও।
৫. ECNEC এর সভাপতি প্রধানমন্ত্রী।
৬. ECNEC এর বিকল্প সভাপতি অর্থমন্ত্রী।
৭. বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত শীর্ষ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
৮. পরিকল্পনা কমিশন হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে।
৯. জাতীয় অর্থনৈতিক পরিষদ ও নির্বাহী কমিটির সভাপতি প্রধানমন্ত্রী।
১০. বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদ ১৯৭৮-১৯৮০।
১১. PRSP(Poverty Reduction Strategy Papers)

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    500 Views
    by apple
    0 Replies 
    914 Views
    by romen
    0 Replies 
    909 Views
    by romen
    0 Replies 
    573 Views
    by romen
    0 Replies 
    125 Views
    by raja

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]