Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6945
স্বাধীন বাংলার বেতার কেন্দ্র
মুক্তিযুদ্ধের অসামরিক সেক্টর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম পরিচয় ছিল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র । বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোণষার পর ২৬ মার্চ ১৯৭১ থেকে ‘স্বাধীন বাংলা’ প্রত্যয় যুক্ত হয়ে স্বাধীন বংলা বেতার কেন্দ্রের জন্ম । জন্মলগ্নে অবশ্য এর নাম দেয়া হয়েছিল ‘স্বাধীন বংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ । চট্টগ্রামের কালুরঘাটে স্থাপিত স্বাধীন বাংল বেতার কেন্দ্রের স্থায়িত্ব ছিল ২৬-৩০ মার্চ ১৯৭১ । পাকিস্তান বিমান বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে ৩০ মার্চ ১৯৭১ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যায় । পরবর্তীতে ৩ এপ্রিল ১৯৭১ ভারতের সাবরুম থানার বাগফা থেকে একটি ২০০ ওয়াটের শর্টওয়েভ ট্রান্সমিটারের সাহায্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয় । পরবর্তীতে দশজনের একটি সম্প্রচার দল নিয়ে এ বেতার কেন্দ্র শালবাগানে ও বাগফা হয়ে বিলোনিয়া ফরেস্ট হিলস রোডে স্থানান্তরিত হয়ে ২৫ মে ১৯৭১ কেন্দ্রটি কলকাতায় স্থানান্তরিত হয় এবং একই দিনে সেখান থেকে কার্যক্রম শুরু করে । ঢাকা থেকে আসা রেডিও’র পুরোনো স্টাফ ও নবাগতদের সমন্বয়ে ২৬ মে ১৯৭১ থেকে এটি একটি পূর্ণাঙ্গ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র রূপে ৩য় পর্বের কার্যক্রম শুরু করে । স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিও হিসেবে ব্যবহৃত হয় কলকতার বালিগঞ্জ সার্কুলার রোডের ৫৭/৮ নং বাড়িটি ।

সীমান্তরক্ষী বাহিনী গঠন
সীমান্ত রক্ষার প্রহরী হিসেবে ৩ মার্চ ১৯৭২ গঠন করা হয় বাংলাদেশ রাইফেল্স (BDR) । ২৯ জুন ১৯৭৫ থেকে প্রতিষ্ঠাকালীন এর নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন । ২৩ জানুয়ারি ২০১১ থেকে এ বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) নরামে তার কার্যক্রম ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]