Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6933
স্বাধীন বাংলাদেশের যাত্রা
১ মার্চ ১৯৭১ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ৩ মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করার সময় থেকেই মূলত বাংলায় পাকিস্তানি শাসনের অবসান ঘটে । ১ মার্চের পর ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিনের বিবৃতি , বক্তৃতায় ‘বাংলাদেশ’ নামটিই ব্যবহৃত হয় । ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্বদ্যিালয়ের কলাভবন প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেয় হয় এবং ঐ দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় । তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন । ৩ মার্চ ১৯৭১ ঢাকার পল্টন ময়দানের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
৭ মার্চ ১৯৭১ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন । তেজোদ্দীপ্ত এ ভাষণের রক্ত জাগানিয়া চরণগুলোর প্রথম ও শেষ লাইন -
ভাইয়েরা আমার , আজ দুঃক ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হজির হয়েছি ।
… … …
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম । জয় বাংলা ।
স্বাধীনতার ঘোষণা
২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি সেনা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান । ওয়্যারলেসের মাধ্যমে জারি করা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে ২৬ মার্চ ১৯৭১ চট্টগ্রাম বেতার থেকে প্রথম প্রচার করেন এম এ হান্নান ।
Declaration of Independence
This may fast massage, from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved.
১ মার্চ ২০০০
জাতিসংঘে বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ।
১ মার্চ ২০০২
সারা দেশে পলিথিন শফিং ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় ।
২ মার্চ ২০০৭
উপমহাদেশের প্রথম দেশ হিসেবে বাংলাদেশে শুরু হয় বি-লীগ নামের পেশাদার ফুটবল লীগ ।
৩ মার্চ ১৯৭৬ বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে ’বাংলদেশি’ জাতীয়তাবাদের প্রবর্তন ।
৪ মার্চ ১৯৭২ স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ১ টাকা ও ১০০ টাকার নোট চালু।
৪ মার্চ ১৯৯৭ গ্রামীণ আদালত প্রতিষ্ঠা।
৫ মার্চ ২০১১ খুলনা শিপইয়ার্ডে দেশে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ তৈরির নির্মাণ কাজ উদ্ধোধন করা হয়।
৬ মার্চ ২০০৬ দেশের সপ্তম সরকারি রপ্তানি প্রক্রিয়াকিরণ অঞ্চল (EPZ) হিসেবে উদ্বোধন করা হয় আদমজী ইপিজে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    887 Views
    by bdchakriDesk
    1 Replies 
    655 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1000 Views
    by bdchakriDesk

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]